শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১১:৫৭:২৬

আশরাফুলের আকুতি, দেখুন যেভাবে বললেন তিনি

আশরাফুলের আকুতি, দেখুন যেভাবে বললেন তিনি

স্পোর্টস ডেস্ক: বিপিএল কেলেঙ্কারির জের ধরেই পাঁচ বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে হয় টাইগার দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।

সদ্য জাতীয় লিগ দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরলেও ফ্র্যাঞ্চাইজি ভিত্তি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আর জাতীয় দলের হয়ে খেলতে হলে আরো দুই বছরের জন্য অপেক্ষা করতে হবে আশরাফুলকে। ফলে, এবার বিপিএলে খেলার সুযোগ হয়নি তার।

চলতি বিপিএল নিয়ে আশরাফুল কথা বললেন সাংবাদিকদের সাথে। বিপিএলে খেলতে না পেরে হতাশ কি না? - এমন এক প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, কোনো হতাশা নেই কিন্তু বিপিএল খেলতে পারলে ভাল লাগতো।

যেহেতু বিপিএল আমাদের ঘরোয়া ক্রিকেটের বড় একটি আসর। তাই এর গুরুত্ব অনেক। যেহেতু খেলার মানটি আন্তর্জাতিক মানের তাই এখানে ফোকাস বেশি থাকে।

এখানে ভাল খেললে জাতীয় দলে খেলাটা সহজ হয়। যেহেতু খেলতে পারছি না তাই খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই। কারণ, এটাই জীবন। কিছু করার নেই দু’টো বছর অপেক্ষা করতে হবে। চলতি বিপিএল নিয়ে এটাই মোহাম্মদ আশরাফুলের আকুতি
১১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে