শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৫:২১:৩৩

কোথায় গেল জার্মানির সেই দাপট?

কোথায় গেল জার্মানির সেই দাপট?

স্পোর্টস ডেস্ক : কথায় বলে আজকে রাজা, ‘কালকে কালকে ফকির এই তো ধরার খেলা। সকাল বেলার বাদশা তুমি ফকির সন্ধ্যাবেলা’।

মূলকথা হয়তো এই চরণ দুটির মাধ্যমেই বুঝে গেছেন সবাই। পতন হয়েছে ২০১৪ ফুটবল বিশ্বকাপজয়ী দল জার্মানির! ব্রাজিল ও আর্জেন্টিনা যখন বিশ্বকাপের বাছাইপর্বের পর্বের ম্যাচে হেরেছে।

তখন যেন কাবু হয়ে গেল ২০১৪ ফুটবল বিশ্বকাপে চোখ ধাঁধানো ফুটবল ক্যারিশমা উপহার দিয়ে শিরোপাজয়ী দলটিও।   আয়ারল্যান্ডের সঙ্গে ১-০ গোলে হেরেছে জার্মানি।

বিশ্বকাপ জয়ের নায়ক টমাস মুলারকে হতাশ হতে হয় লড়াইয়ের মাঠে। ইউরো কাপ টুর্নামেন্টের মূল পর্বে এখন তাদের খেলাটা নেগেটিভ/পজেটিভে।

বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জামার্নি। খেলার ৭০ মিনিটে যেন পেরেক ঢুকে জার্মান শিবিরে।  
প্রতিপক্ষের লেন শং সারেন এই কাজটি।

কোথায় গেল জার্মানির সেই দাপট এই প্রশ্ন হয়তো এখন অনেকের? ইউরো কাপে জার্মানি আর কতদূর যাবে এটা দেখার জন্য এখন কেবল অপেক্ষা।
৯ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে