শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ১০:৪২:৪৫

টেস্টে ৮৫ রানে অলআউট অস্ট্রেলিয়া!

টেস্টে ৮৫ রানে অলআউট অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক : কোথায় নেমে গেলো অস্ট্রেলিয়া? প্রথম টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে যায় তারা। এবার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।

শত রানেরও কমে আউট হয়ে নতুন লজ্জায় পন্টিং-হেডেন-গিলক্রিস্টদের উত্তরসূরিরা। গত কয়েক বছর ধরে এমন অপমানজনক ধসে যেন অভ্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। ২০১১ সালে কেপটাউনে এই সাউথ আফ্রিকার বিপক্ষেই ৪৭ রানে গুড়িয়ে গিয়েছিল তারা। গত বছর নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে অলআউট হয়েছিল ৬০ রানে। আর এবার ঘরের মাঠ হোবার্টে ৮৫ রানে।

হোবার্টের এ ম্যাচে মাত্র ৩২ দশমিক ৫ ওভারে অলআউট হয় অস্ট্রেলিয়া। ঘরের মাঠে আরো একবার একশ’র নিচে আউট হলো তারা। এর আগে ঘরের ১৯৮৪ সালে ৭৬ রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হয়েছিল অজিরা। আর ১৯৫১ সালে ক্যারিবীয়দের কাছেই ৮২ রানে ধসেছিল তারা।

এছাড়া ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে ৯৮ রানে, ইংল্যান্ডের কাছে ১৯৩৬ সালে ৮০ রানে, একই বছর ইংলিশদের কাছে ৫৮ রানে, ১৯২৮ সালে ইংল্যান্ডের কাছেই ৬৬ রানে ও ১৯৮১ সালে ভারতের বিপক্ষে ৮৩ রানে অলআউট হয় তারা।

এদিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক স্টিভ স্মিথ। ১০ রান করেন জোস মেনিই। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সাউথ আফ্রিকার হয়ে ভারলন ফিল্যান্ডার ২১ রানে ৫টি, কাইল অ্যাবট ৩টি ও কাসিগো বারাদা একটি উইকেট নেন।
১২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে