শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ১০:৪৯:১৭

আরাফাত সানির আগে কোনো রান না দিয়ে ৩ উইকেট নেন নান্নু

আরাফাত সানির আগে কোনো রান না দিয়ে ৩ উইকেট নেন নান্নু

স্পোর্টস ডেস্ক : আরফাত সানি নিখাদ বোলার, রেকর্ড তিনি করতেই পারেন। কিন্তু মিনহাজুল আবেদীন নান্নু তো সেভাবে বোলার ছিলেন না। দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান পার্ট টাইম বোলিং করতেন। গতকাল পুরোনো রেকর্ড ঘুটতে গিয়ে জানা গেলো, এই নান্নুই ২৮ বছর আগে একবার চট্টগ্রামে কোনো রান না দিয়ে নিয়েছিলেন তিন উইকেট!

১৯৮৮ সালে চট্টগ্রামে স্টার সামার ক্রিকেটের ফাইনালে ঢাকা আবাহনীর বিপক্ষে বিমান বাংলাদেশের নান্নু কোনো রান না দিয়ে পেয়েছিলেন ৩ উইকেট। বল করেছিলেন ৭টি। রুদ্ধশ্বাস, তীব্র উত্তেজনার ম্যাচটি নান্নুর অবিশ্বাস্য বোলিংয়েই জিতেছিল বিমান। ৯ রানের জয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বিমান।

নিজের বোলিং স্পেলটার বর্ণনাও নান্নু দিলেন খুব রোমাঞ্চিত স্বরে। তিনি বলেন, ‘আমার প্রথম ওভারের প্রথম বলে একজনকে আউট করছি। শেষ বলে একজনকে আউট করছি। তারপরের ওভারের প্রথম বলে শেষ ব্যাটসম্যানকে আউট করছিলাম। প্রথম ওভারটা  মেডেন ছিল। ৭ বলে আমি কোনো রান দেইনি। তিন উইকেট নিয়েছিলাম। আমরা ৯ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম।’

ঘরোয়া ক্রিকেটে প্রায় নিয়মিতই বোলিং করতেন নান্নু। আন্তর্জাতিক ক্রিকেটেও ২৭ ম্যাচে ১৩ উইকেট রয়েছে তার। বিশেষ ১৯৯৯ সালের বিশ্বকাপে চার ম্যাচ খেলে নিয়েছিলেন ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তানের বিপক্ষে প্রত্যেক ম্যাচেই একটি করে উইকেট ছিল বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক অধিনায়কের।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পুরোনো দিনের রেকর্ড যারা অনুসরণ করেন, তারা বলছেন বর্তমানে চ্যানেল আইয়ের ক্রীড়া সম্পাদক, সাবেক ফাস্ট বোলার সাইদুজ্জামান শামীম ঢাকা প্রিমিয়ার লিগেই একবার শূন্য রানে নিয়েছিলেন ৪ উইকেট।

তবে সে সময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় নান্নু বা শামীম, কারো পারফরম্যান্সই রেকর্ড বইয়ে ঠাই পায়নি।-খেলাধুলা
১২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে