শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০১:২২:১৫

ভারত সিরিজে জাফর আনসারির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

ভারত সিরিজে জাফর আনসারির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

স্পোর্টস ডেস্ক: ঢাকায় অভিষেক ঘটা ইংল্যান্ডের মুসলিম খেলোয়াড় জাফর আনসারিকে নিয়ে কথা উঠতে শুরু করেছে তার ‘অস্বাভাবিক’ বোলিং অ্যাকশনের জন্য। তবে এব্যাপারে সরকারিভাবে এখনো ম্যাচ রেফারির পক্ষ থেকে কোন রিভিউয়ের কথা জানাননি।

শুক্রবার সারাদিন ধরে  ধারাভাষ্যকার থেকে শুরু করে অনেকেই প্রচুর চর্চা করেছেন তার বোলিং অ্যাকশন নিয়ে। কারো কারো পূর্বাভাস, আনসারিকে নিয়ে আইসিসির পক্ষ থেকে এ বুঝি বিজ্ঞপ্তি এল। আনসারি ১৭.৩ ওভার বল করে নৈশপ্রহরী অমিত মিশ্রের উইকেট নিয়েছেন। শেষবেলায় দু’টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড ম্যাচে ফিরেছে বলেও মনে করছেন ইয়ান বোথাম, নাসের হুসেন’রা। সকালে বিরাট কোহলির উইকেট তোলার জন্য ইংল্যান্ডের সম্ভাব্য অস্ত্র হতে পারেন বেন স্টোকস বা স্টুয়ার্ট ব্রড। লক্ষ্য হবে, সেই অফস্টাম্পের বাইরে বল করে কোহলিকে স্লিপ কর্ডনে ক্যাচ তোলায় প্রলুব্ধ করা।
১২ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে