শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৫:৪৬:২৬

ক্রিকেটার হতে চেয়েও যে কারণে হতে পারেননি উসাইন বোল্ট

ক্রিকেটার হতে চেয়েও যে কারণে হতে পারেননি  উসাইন বোল্ট

স্পোর্টস ডেস্ক : বিশ্বের এক নম্বর দৌঁড়বিদ জ্যামাইকান মানব উসাইন বোল্ট। ছোট বেলার স্বপ্ন নিয়ে কথা বলেছেন তিনি। বিশ্বের সেরা দৌঁড়বিদ হবেন তা স্বপ্নেও ভাবেননি তিনি। বোল্ট হতে চেয়েছিলেন ক্রিকেটার। কিন্তু সেটা হতে পারেননি তিনি।

বোল্ট জানান, তার জীবনের অজানা অধ্যায়।  ২০১৬ রিও অলিম্পিকের প্রস্তুতি শুরু উপলক্ষ্যে এই বিষয়ে কথা বলেন বোল্ট। তিনি বলেন, ফার্স্ট বোলার হওয়ার স্বপ্ন ছিল আমার।

পরে কোচের পরামর্শে দৌঁড়ের ট্রাকে তিনি। ২০১৬ রিও অলিম্পিক তার জীবনের শেষ অলিম্পিক বলে জানান তিনি। ২০১৭ সালের চ্যাম্পিয়ানশিপের পর ট্যাকের বাইরে যাচ্ছেন বোল্ট।

অবসরের পরে সংগঠক হিসাবে দেখা যাবে বোল্টকে। ২৯ বছরের বোল্ট যখন তার ক্যারিয়ারের  শেষ নিয়ে কথা বলেন তখন ছোটবেলার ইচ্ছার কথা জানিয়ে তাক লাগান।

অবশ্য বোল্টের যে বয়স এই বয়সে ক্রিকেটে প্রবেশের উদাহরণ কম নয়।
৯ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে