শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০৩:০৮:১৯

ভাইকিংসের বোলিং জালে ‘বন্দি’ মাহমুদুল্লাহ বাহিনী

ভাইকিংসের বোলিং জালে ‘বন্দি’ মাহমুদুল্লাহ বাহিনী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তৃতীয় খেলায় মুখোমুখি হয়েছে চিটাগাং ভাইকিংস ও খুলনা টাইটান্স।

মিরপুর শেরে বাংলায় দুপুর দুইটায় শুরু হওয়া ম্যাচটিতে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা টাইটান্স।

এদিন খুলনার হয়ে ওপেনিংয়ে নামেন রিকি ওয়েলস ও হাসানুজ্জামান। উদ্বোধনী জুটি ধীরে সুস্থে ভালো এগোলেও দলীয় ৩৪ রানের মাথায় চট্টগ্রাম দলের অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হাসানুজ্জামান (৮)। এর পর দলীয় মাত্র  ৪ রান যোগ না হতেই মোহাম্মদ নবীর বলে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফিরেন রিকি ওয়েলস(২৮)। এদিন নামের সুবিচার করতে পারেননি শুভাগত হোম (৩) ও অধিনায়ক মাহমুদুল্লাহ (৬)।

এখন গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের নায়ক অলক কাপালি দিকে তাকিয়ে পুরো দল।  কারণ পোরনকে নিয়ে মোটামুটি দেখে শুনেই এগোচ্ছেন কাপালি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ১২.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান।  

এদিকে প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও পরের ম্যাচে রংপুরের বিপক্ষে ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছে চিটাগংকে। তবে, সেই বাজে স্মৃতি ভুলে জয়ের ধারায় ফিরতে খুলনার বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায় তামিমের দল।
 
আর বিপিএলে`র ইতিহাসে সর্বনিম্ন দলীয় রানের লজ্জাজনক রেকর্ড সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটান্সের। তবে, সেই লজ্জা ভুলে আবারো নতুন উদ্যোমে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামতে চায় মাহমুদউল্লাহরা।

চিটাগাং ভাইকিংস একাদশ
তামিম ইকবাল, এনামুল হঅক বিজয়, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, জাকির হোসেন, নাজমুল হোসেন মিলন, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবি ও চতুরাঙ্গে ডি সিলভা।  

খুলনা টাইটান্স একাদশ
রিকি ওয়েলস, হাসানুজ্জামান, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, অলক কাপালী, শফিউল হোসেন, আব্দুল মজিদ,  নিকোলাস পোরান, জুনায়েদ খান,  মোশাররফ হোসেন, কেভিন কুপার।
১২ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে