শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০৪:০৩:১৭

‘দেশের সেরা বোলার এখন মিরাজ’

 ‘দেশের সেরা বোলার এখন মিরাজ’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সদস্য মেহেদি হাসান মিরাজকে সবচেয়ে বড় সনদ দিলেন সাকিব আল হাসান। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিবের দল ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে শুক্রবার দুই উইকেট পাওয়া মিরাজকে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা অফস্পিনার বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে খেলতে নেমে সাকিব নিজেও মিরাজের বলেই আউট হন। এদিন মিরাজ ফিরিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে। ম্যাচ শেষে তাই সাকিবের মুখে ঝরলো মিরাজের প্রশংসা।

রাজশাহীর বিপক্ষে ছয় উইকেটের হারের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হন সাকিব। সেখানে মিরাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশের স্পিনাররা সব সময়ই একটু সুবিধা পায়। তবু ভালো জায়গায় বোলিং করা গুরুত্বপূর্ণ। মিরাজ সেটিই করে গেছে। আমরা জানি,সে কতো ভালো বোলিং করতে পারে। ও এখন বাংলাদেশের অন্যতম সেরা অফস্পিনার। আর কী বলার আছে! ভালো করছে। ইন শা আল্লাহ, সামনে আরো ভালো করবে।’

দুইবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মিরাজ গেলবার বিপিএলে সুযোগ পেলেও বিশ্বকাপের কারণে মাঠে নামতে পারেননি। অন্যদিকে, বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই জাতীয় দলের দরজার অনেকখানি তার জন্য খুলে যায়। প্রথম বিসিবির হাইপাফরম্যান্স (এইচপি) ইউনিট দিয়ে শুরু করলেও, খুব অল্প সময়েই নির্বাচকরা তাকে ইংল্যান্ড সিরিজের জন্য দলে ভেড়ায়। অভিষেকটা হয় টেস্ট সিরিজে।

স্পিন অলরাউন্ডার হলেও, মূলত অফস্পিনার হিসেবেই দলে জায়গা পান তিনি। নিজের কাজটাও করেছেন শতভাগ দিয়ে। গড়েছেন রেকর্ড, জিতিয়েছেন ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট। দুই ম্যাচে একাই তুলে নিয়েছেন ১৯ উইকেট। সিরিজের পরপরই বিপিএলেও নিজের অভিষেক করেছেন।

সেখানেও ভালো অবস্থানে ১৯ বছরের তরুণ। প্রথম ম্যাচে ১৫ রানে এক উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে সাকিবদের বিপক্ষে নিয়েছেন ২২ রানে দুই উইকেট।-প্রিয় নিউজ
১২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে