শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০৪:৫৬:১৩

তাসকিন-নবির কাছে অসহায় আত্মসমর্পণ খুলনার

তাসকিন-নবির কাছে অসহায় আত্মসমর্পণ খুলনার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে প্রিমিয়ার লিগ (বিপিএল) নিজেদের তৃতীয় খেলায় মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও চট্টগ্রাম ভাইকিংস।

মিরপুর শেরে বাংলায় দুপুর দুইটায় শুরু হওয়া ম্যাচটিতে টসে হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক তামিম  ইকবাল খান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত বেশিদূর যেতে পারেনি খুলনা টাইটান্স। ৭ উইকেট হারিয়ে ১২৭ রানেই শেষ হয় খুলনার ইনিংস। ওপেনার হাসানুজ্জামানকে (৮) জহুরুল ইসলামের ক্যাচে পরিণত করে ধসের শুরু করেন মোহাম্মদ নবি। স্কোরবোর্ডে ৪ রান যোগ না হতেই নবির বলেই শুভাশীস রায়ের হাতে ধরা পড়েন শুভাগত হোম। ব্যাটিংয়ে যথারীতি তিনি ব্যর্থ। ৪ বল খেলে করেছেন মাত্র ৩ রান। এরপর আবারো ৪ রানের ব্যবধানে আঘাত হানেন আব্দুর রাজ্জাক। তার বলে সরাসরি বোল্ড হয়ে যান আরেক ওপেনার রিকি ওয়েসেলস। আউট হওয়ার আগে তিনি ১৭ বলে ৪টি চারের মাধ্যমে করেন ২৭ রান।

অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ এবং অভিজ্ঞ অলক কাপালি মিলে বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৫২ রানে তাসকিন আহমদের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়েন মাহমুদ উল্লাহ। ১০ বল খেলে তার রান মাত্র ৬। অধিনায়কের বিদায়ের পর হাল ধরার চেষ্টা করেন অলক। কিন্তু ৩৫ বলে ১টি চারের সাহায্যে ২৩ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে। বোলার আবারও সেই নবি। ভূমিকা আছে তাসকিনেরও। ক্যাচটি তিনিই ধরেছেন।

এই ধসের পর জুটি গড়েন নিকোলাস পুরান এবং আরিফুল হক। এই দুজন মিলে দলের রান ৭৭ থেকে নিয়ে যান ১২৫ পর্যন্ত। ষষ্ঠ উইকেটে ৪৮ রানের জুটি গড়ার পথে পুরান করেন ৩০ বলে ২৯ রান। এরপর তিনি দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। বেশ মারকুটে ব্যাটিং করতে থাকা আরিফুল ১৫ বলে ১ চার এবং ২ ছক্কায় ২৫ রান করে অপরাজিত থাকেন।

চিটাগংয়ের বোলারদের মধ্যে নবি ৩ উইকেট এবং তাসকিন ২ উইকেট নেন।
১২ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে