শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০৫:০৬:২৬

নতুন এক লজ্জার জন্ম দিলো অস্ট্রেলিয়ান ক্রিকেট দল

নতুন এক লজ্জার জন্ম দিলো অস্ট্রেলিয়ান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থ টেস্টে হারের পর হোবার্টে নতুনভাবে শুরু করতে গিয়ে নতুন এক লজ্জার জন্ম দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

শনিবার হোবার্ট টেস্টের প্রথম দিনে প্রোটিয়া পেস তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় অজিরা। জবাবে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৫ উইকেট হারিয়ে  ১৭১ রান তুলেছে ডু প্লেসিস বাহিনী।

এর আগে ১৮৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪২ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। সাদা পোশাকে নিজেদের মাটিতে সেটিই ছিল তাদের সর্বনিম্ন স্কোর, যদিও সেটা ছিলো দ্বিতীয় ইনিংসে।

এবার ঘরের মাঠে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসেই মাত্র ৮৫ রানে অলআউট হলো স্মিথ বাহিনী। অবশ্য এই ইনিংসে একাই যা কিছু লড়াই করেছেন দলপতি স্মিথ, কিন্তু সঙ্গীর অভাবে চালিয়ে যেতে পারেননি।


পার্থ টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে হারের ক্ষত নিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় হোবার্ট টেস্টে নামে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। কিন্তু উল্টো এ ম্যাচের প্রথম ইনিংসে লজ্জায় পড়তে হলো স্বাগতিকদের।

দলপতি স্টিভেন স্মিথ ব্যাট হাতে একা লড়াই না করলে অজিদের ভাগ্যে কি ছিল বলা মুশকিল! টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩২.৫ ওভার ব্যাট করতে পারে অজিরা। ইনিংসের প্রথম ওভার থেকে শুরু হয় স্বাগতিক ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।

দলীয় ১৭ রানেই সাজঘরে ফেরেন টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যান। একমাত্র দলপতি স্মিথই ৪৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ১০ রান করেন জো মেনি। বাকি আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ফলে ৮৫ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস।

অজিদের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে বল হাতে ৫ উইকেট নেন প্রোটিয়া পেসার ভারনন ফিল্যান্ডার। এছাড়া ৩টি উইকেট দখল করেন কাইল অ্যাবোট আর কাগিসো রাবাদা নেন একটি উইকেট।
১২ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে