শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০৬:১৫:০৫

কিংবদন্তি সাঙ্গাকারাকে আউট করে যা বললেন মিরাজ

কিংবদন্তি সাঙ্গাকারাকে আউট করে যা বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে চলমান বিপিএল টুর্নামেন্ট খেলতে আসা শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমারা সাঙ্গাকারাকে আউট করতে পেরে দারুণ উচ্ছ্বসিত মেহেদী হাসান মিরাজ।  

সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তখন মেহেদী হাসান মিরাজের বয়স মাত্র ৩ বছর!
এখন কুমার সাঙ্গাকারার ক্রিকেট ক্যারিয়ার ১৬ বছরের। মিরাজ মাত্রই পথচলা শুরু করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কুমার সাঙ্গাকারার নামের পাশে মোট রান ২৮০১৬। সেই সাঙ্গাকারা আউট হলেন বাংলাদেশের তরুণ তুর্কীর বলে!

আউট হতেই পারেন। তা বড় কোনো বিষয় নয়। কিন্তু মেহেদী হাসান মিরাজের কাছে কুমার সাঙ্গাকারার উইকেট বিশেষ কিছু।

শুধু কুমার সাঙ্গাকারা নয়, মিরাজ পকেটে পুরেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উইকেটও। তবে সাঙ্গাকারার উইকেটে উচ্ছ্বসিত মিরাজ। ডানহাতি এই স্পিনারের বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন সাঙ্গাকারা।

 শুক্রবার রাতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাঙ্গাকারার উইকেট নিয়ে মিরাজ বলেন, ‘সাঙ্গাকার উইকেটই সেরা ছিল। কারণ সে কিংবদন্তি ক্রিকেটার।

আমার খুব ভালো লেগেছে যে সাঙ্গাকারার মতো ব্যাটসম্যানের উইকেট পেয়েছি। ও অনেক ভালো ক্রিকেটার। আমাকে যখন খেলেছে, সতর্কভাবেই খেলেছে, তারপরও ভালো জায়গায় বল করেছি। এজন্য হয়ে গেছে।’

প্রথম ওভারে উইকেট পাওয়া অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মিরাজের! বিপিএলের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের ওপেনার নিকোলাস পুরাণকে সরাসরি বোল্ড করেন মিরাজ।

গতকালও সাঙ্গাকারাকে আউট করেন প্রথম ওভারে। এরপর দ্বিতীয় ওভারে মিরাজের বলে স্টাম্পড সাকিব আল হাসান।

ইংল্যান্ডের অলরাউন্ডার সামিত প্যাটেল ব্যাট-বল হাতে অসাধারণ পারফর্ম করে ম্যাচসেরা নির্বাচিত হলেও রাজশাহীর জয়ে মিরাজের ভূমিকা ছিল অসাধারণ।

নিজের পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, ‘ভালো জায়গায় বল করার চেষ্টা করছি। চিন্তা করিনি যে উইকেট নেব। উইকেট নেওয়ার চিন্তা করলে ভালো কিছু করতে পারব না। তাহলে নেতিবাচক হয়ে যেতে পারে। চেষ্টা করি সব সময় ভালো জায়গায় বল করার জন্য।’
১২ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে