শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০৬:৪৫:১৯

সাকিবদের বিপক্ষেও স্পিনই হবে রংপুরের মূল হাতিয়ার: জাভেদ ওমর

সাকিবদের বিপক্ষেও স্পিনই হবে রংপুরের মূল হাতিয়ার: জাভেদ ওমর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরে নিজেদের তৃতীয় ম্যাচে আজ সন্ধ্যায় মাঠে নামছে আফ্রিদি-সৌম্যদের রংপুর রাইডার্স।

সন্ধ্যা ৭টায় মিরপুর শেরে বাংলায় শুরু হবে ম্যাচটি।

এখন পর্যন্ত দুটি ম্যাচেই জয় পাওয়া দলটি বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। নিজেদের প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসকে নয় উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও খুলনার বিপক্ষে নয় উইকেটের দুর্দান্ত জয় পায় দলটি।

এদিকে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পাওয়ার পেছনে রংপুরের স্পিনাররা অনেক বড় ভূমিকা পালন করেছে। আর দলের স্পিনারদের এমন পারফর্মেন্সে খুশী কোচ জাভেদ ওমর।

সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। তিনি বলেন,’স্পিনাররা দলের হয় তাদের ভূমিকা পালন করছে। যখন যাকে আনা হচ্ছে সেই ব্রেকথ্রু এনে দিচ্ছে। আর ঢাকার বিপক্ষেও স্পিনই হবে আমাদের মূল হাতিয়ার।’

অন্যদিকে বিপিএলে এখন পর্যন্ত কোন দল বড় স্কোর গড়তে পারেনি। তবে ঢাকার উইকেটে ১৫০-১৬০ রান করলেই ম্যাচে জয় করা সম্ভব বলে মনে করেন সাবেক এই ওপেনার। তিনি বলেন,

‘টি-টুয়েন্টি ১২০ বলের খেলা। সবাই মারমার-কাটকাট মনোভাব নিয়েই মাঠে নামে। কিন্তু আমি বিশ্বাস করি ১২০ বল খেলতে পারলেই ১৫০-১৬০ রান সংগ্রহ করা সম্ভব।’

তবে জাভেদ ওমর বেলিম আরও মনে করেন ঢাকার বিপক্ষে ম্যাচটি সহজ হবেনা। ঢাকা এই আসরের অন্যতম শক্ত প্রতিপক্ষ বলেও দাবি করেন তিনি।
১২ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে