রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ০৯:২৫:১৯

রাসেল-ওয়াটসন নাকি ডেসকাট, কম্বিনেশনের জন্য কাকে ভিড়িয়েছে কুমিল্লা?

রাসেল-ওয়াটসন নাকি ডেসকাট, কম্বিনেশনের জন্য কাকে ভিড়িয়েছে কুমিল্লা?

স্পোর্টস ডেস্ক: টিম কম্বিনেশনের জন্য কুমিল্লার প্রয়োজন একজন পেস বোলিং অলরাউন্ডার। সে জন্য রাসেল, ব্র্যাভোকে শুরু থেকে টার্গেট করেছিল দলটির কর্ণধাররা। কিন্তু সে ভাগ্য তার সঙ্গে গেল না।  তাই সর্বশেষ কয়েক দিন ধরে তারা প্রবল চেষ্টা করছিলো শেন ওয়াটসনকে আসার। সেটাও বিফল গেল।

তবে গতকাল (শনিবার) জানা গেলো, দলটিতে চলে এসেছেন রায়ান টেন ডেসকাট। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।

মূল পরিচয় আগ্রাসী ব্যাটিংয়ের জন্য হলেও কাজের ক্ষেত্রে পেস বোলিংটা পারেন বৈকী! ফলে কুমিল্লার সংকট কিছুটা হলেও মিটলো।

দক্ষিণ আফ্রিকা থেকে আজ বিকেলেই ঢাকায় এসেছেন এই ডাচ অলরাউন্ডার। নেদারল্যান্ডসের ক্রিকেটার হলেও ক্রিকেট দুনিয়ায় ডেসকাটের বড় পরিচয় তিনিও টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের একজন। সারা বিশ্বেই টি-টোয়েন্টি খেলে থাকেন তিনি। বিপিএলেও খেলেছিলেন আগে।  

প্রথম ম্যাচ হারার পরই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্র্যাভোর মতো আমাদের একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব আছে। তাই দলটা ভারসাম্যপূর্ণ হচ্ছে না। এবার ডেসকাটের আগমন নিশ্চয়ই স্বস্তি ফিরিয়ে আনবে কুমিল্লা শিবিরে।

এছাড়া পরবর্তীতে নিজ দেশের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার তরুণ রোভম্যান পাওয়েল এবং শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৩ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে