রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ১০:২৪:৪০

বোল্টের রানিং সু নিলাম হল ৩০ লক্ষ টাকায়

বোল্টের রানিং সু নিলাম হল ৩০ লক্ষ টাকায়

স্পোর্টস ডেস্ক: কমলা রংয়ের একটি রানিং সু। সামনে তাঁর সই করা। জুতোর পিছনে রিও অলিম্পিক্সে ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’ করার পর তাঁর অভিনব উৎসর সেই বিখ্যাত ভঙ্গিমা। ইন্টারনেটে এই ছবি দিয়েই শনিবার নিলাম হল ইউসেইন বোল্টের বিখ্যাত সেই জুতোর।

রিও অলিম্পিক্সে এই রানিং সু পরেই ১০০, ২০০ এবং ৪x১০০ মিটার রিলেতে সোনা জিতে টানা তিনটি অলিম্পিক্সে ‘ট্রিপল ট্রিপল’ করেছিলেন জামাইকার স্প্রিন্টার।

গতকাল (শনিবার) ইন্টারনেটে হওয়া নিলামে সেই জুতোর দাম ৮ হাজার পাউন্ড পর্যন্ত উঠলেও শেষ পর্যন্ত বিক্রি হল ৩ হাজার ৫৯০ পাউন্ডে (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকায়)।

তাকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র আই অ্যাম বোল্ট। সেই প্রসঙ্গে কিংবদন্তি অ্যাথলিট বলেছেন, ‘‘সকলে বলে আমার কাছে জেতাটা সহজ। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এর পিছনে রয়েছে প্রচুর পরিশ্রম। আর আমি এই পরিশ্রমটা করেছি বলেই মাথা উঁচু করে চলতে পারি।’’

একই সঙ্গে তার দাবি, ‘‘ডোপিং করিনি বলেই আমার মাথা উঁচু থাকে।’’
রিও অলিম্পিক্সে ১০০ মিটার সেমিফাইনাল দৌড়ের মাঝপথে বাকিদের দিকে তাকিয়ে তাঁর হাসিও অভিনব উৎসবের মতোই বিখ্যাত হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গে বোল্ট বলেছেন, ‘‘রিও’তে ডানদিকে তাকিয়ে দেখেছিলাম বাকিরা আমার চেয়ে পিছিয়ে। তারপরই মনে পড়ল, কানাডার স্প্রিন্টার আন্দ্রে দে গ্রাসে শেষ দিকে গতি বাড়াতে পারে। কিন্তু বাঁ দিকে তাকিয়ে দেখলাম গ্রাসেও অনেকটা পিছিয়ে। তখন স্বস্তির হাসি হেসেছিলাম।’’
 
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্ধ ভক্ত তিনি। ইউসেইন বোল্ট রহস্য ফাঁস করে জানিয়ে দিলেন ম্যান ইউয়ের ভক্ত হওয়ার কারণ। বোল্ট বলেছেন, ‘‘ফান নিস্তেলরুইয়ের আমি বরাবরের ভক্ত। এত ঠান্ডা মাথার স্ট্রাইকার আমি কম দেখেছি। ওকে সমর্থন করতে গিয়ে ম্যান ইউ-এর সমর্থক হয়ে গিয়েছি।’’-এবেলা
১৩ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে