রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ১১:০৫:৪৯

ট্রাম্প জেতায় স্বেচ্ছায় নির্বাসনে থাকবেন আমেরিকার এই ফুটবলার!

ট্রাম্প জেতায় স্বেচ্ছায় নির্বাসনে থাকবেন আমেরিকার এই ফুটবলার!

স্পোর্টস ডেস্ক: অভিনব সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পর থেকে বিশ্বজুড়ে শুরু হয় বিতর্ক। দেশটির জনগণের মাঝে স্পষ্ট বিভক্তি দেখা গেছে। রিপাবলিকান এ নেতার ভবিতব্য শাসনকে অনেকে মেনে নিতে পারছেন না। এমনকি তার কারণে স্বেচ্ছায় নির্বাসনে থাকার কথা জানালেন যুক্তরাষ্ট্রের এক নারী ফুটবলার।

এলা মাসার নামের ওই উইঙ্গার এখন খেলেন সুইডেনের ক্লাব এফসি রোসেনগার্দে। এক বছর ধরে ক্লাবটির সঙ্গে আছেন তিনি। কিন্তু ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরতে চান না মাসার। অভিবাসী, মুসলমান ও নারীদের নিয়ে বিতর্কিত মতাদর্শের কারণে অন্যদের মতো তিনিও ট্রাম্পবিরোধী।

ট্রাম্পের চার বছরের মেয়াদকালে যেন দেশে ফিরতে না হয় সেজন্য সুইডিশ ক্লাবের সঙ্গে নতুন করে আরও চার বছরের চুক্তি করতে চান মাসার। দরকার হলে কানাডায় যাবেন তিনি। কানাডিয়ান পাসপোর্টের কথা উল্লেখ করলেন ৩০ বছর বয়সী, ‘এফসি রোসেনগার্দের স্পোর্টিং ডিরেক্টর থেরেসে সোগরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং আরও চার বছর ক্লাবের সঙ্গে চুক্তির ইচ্ছার কথা তাকে জানিয়েছি, কারণ প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প থাকতে যেন আমাকে যুক্তরাষ্ট্রে না যেতে হয়। তার সঙ্গে একবার আমার দেখা হয়েছিল। কোনো একটা ডিনারে যেতে হয়েছিল এবং প্রথম দেখাতে তাকে একজন ভয়ঙ্কর মানুষ মনে হয়েছিল।’

কিন্তু কয়েক ঘণ্টা যেতেই মাসার বললেন, সুইডিশ গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্পকে নিয়ে বক্তব্যের ওই অংশ  ছিল মজা করার জন্য। তবে সত্যিই চার বছরের জন্য রোসেনগার্দে চুক্তি করতে যাচ্ছেন জাতীয় দলে মাত্র এক ম্যাচ খেলা মাসার।।কিন্তু সেটা ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ক্ষোভ থেকে নয়।
১৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে