রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ১১:২৫:৪০

ভারতে দুই ক্রিকেটারের মারামারি, পরে যা হলো

ভারতে দুই ক্রিকেটারের মারামারি, পরে যা হলো

স্পোর্টস ডেস্ক: এক খেলোয়াড়কে উদেশ্য করে অন্য খেলোয়াড়ের কটুক্তি, ইচ্ছে করে বল ছুড়ে মারা।  খেলার মাঠে এটি হারহামেশায় ঘটে। কিন্তু খেলা চলাকালীন একজন অন্যজনের সঙ্গে মারপিট বাধানো একেবারে ক্ষীণ।

তবে ভারতে ঘরোয়া আসর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নামার আগে শনিবার ফের অশোক ডিন্ডা এবং প্রজ্ঞান ওঝার মধ্যে তিক্ততা নিয়ে অস্বস্তিতে পশ্চিমবঙ্গের দল।

আজ রোববার ম্যাচটি হবে।

ঘটনার সূত্রপাত শনিবার প্র্যাক্টিসে। ফুটবল খেলার সময় ডিন্ডার একটি জোরালো শট ওঝার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। ক্ষিপ্ত ওঝা চিৎকার করে ডিন্ডার দিকে ছুটে গিয়ে তাকে ধাক্কা দেন। ডিন্ডা মাটিতে পড়ে যান।

গত বছরও রঞ্জি ট্রফির সময় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বাংলা দলের এই দুই ক্রিকেটার। যে সমস্যা থামাতে হস্তক্ষেপ করতে হয়েছিল সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে শনিবার বিতর্ক বাড়তে দেয়নি বাংলা টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক মনোজ তিওয়ারি, কোচ সাইরাজ বাহুতুলে তখনই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলে বিতর্ক মিটিয়ে ফেলেন।
রাতে রাজকোটে যোগাযোগ করা হলে বাংলা দলের ম্যানেজার সমীর দাশগুপ্ত বলেছেন, ‘‘দু’জনের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে।’’ আরো বলেছেন, ‘‘ফুটবল খেলার সময় দু’জনের মধ্যে একটা গন্ডগোল হয়েছিল। তবে প্র্যাক্টিসের পর ওদের ডেকে নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, মাঠের সাময়িক বিতর্ক মাঠেই শেষ করতে হবে। এখন সমস্ত কিছুই স্বাভাবিক রয়েছে।’’ তবে শনিবারের গোটা ঘটনা সম্পর্কে জানানো হয়েছে সিএবি প্রেসিডেন্টকেও।
১৩ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে