শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৯:৩২:০৫

পরাজয়ের পর ব্রাজিল কোচ দুঙ্গা যা বললেন

পরাজয়ের পর ব্রাজিল কোচ দুঙ্গা যা বললেন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় নেইমার বিহীন ব্রাজীল গত রাতে অবিশ্বাস্যভাবে চিলির কাছে হেরে গেছে। রাশিয়া অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে চিলির মাঠ থেকে ২-০ গোলে হেরে আসে ব্রাজিল। লজ্জাজনক এই হারের পর ব্রাজিল কোচ দুঙ্গা সবাইকে শান্ত থাকার আহ্ববান জানিয়েছেন।

এভাবে হেরে যাওয়ার পর ঘরের মাঠে আগামী ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের দলে পরিবর্তন আনার কথা তুলেছেন অনেকে। কিন্তু দুঙ্গা সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন।
 
“২-০ গোলের একটি হারের পর একজন কোচের পক্ষে পরিবর্তন নিয়ে কথা বলাটা কঠিন। একটি হারের পর সবকিছু পরিবর্তন করা সবসময় প্রয়োজনীয় নয়।”
 
“কেউই হারতে পছন্দ করে না। কিন্তু ম্যাচটি অনেকটাই সমানে সমান ছিল। সবাই জানে, চিলির বিপক্ষে খেলা কঠিন। জানতাম, চাপের সম্মুখীন হতে পারি আমরা”, যোগ করেন দুঙ্গা।
 
যা হয়ে গেছে, সেটা নিয়ে বসে থাকতে চান না দুঙ্গা। আপাতত বাংলাদেশ সময় আগামী বুধবার সকালের ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবছেন তিনি।
 
“ঘরের মাঠের ম্যাচটি গুরুত্বপূর্ণ হবে। ঘরের মাঠে আমাদের সবসময় তিন পয়েন্ট পেতে হবে।”
 
নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে খেলতে না পারা ব্রাজিলের অধিনায়ক নেইমারকে ভেনেজুয়েলা ম্যাচেও পাচ্ছেন না দুঙ্গা।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে