স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টুয়েন্টি টুয়েন্টি সিরিজ হারের স্বাদ নিয়ে এবার ওয়ানডে লড়াইয়ে নামার অপেক্ষায় ভারত ক্রিকেট দল। আর ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ঘায়েল করতে বোর্ডের কাছে স্পিন সহায়ক উইকেট চান ভারতীয় অধিনায়ক মাহিন্দ্র সিং ধোনি। ধোনি বলেন, ‘স্বাগতিক হিসেবে সকল সুবিধাই আমাদের নেয়া উচিত। তাই আসন্ন ওয়ানডে সিরিজে স্পিন বান্ধব পিচ করতে হবে। যাতে প্রতিপক্ষকে সহজেই ঘায়েল করা যায়।’
কানুপরে আগামী ১১ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথমটিতে ২ শতাধিক রান করেও ম্যাচ জয়ের স্বাদ নিতে পারেনি ভারত। এমনকি দ্বিতীয় ম্যাচেও বাজেভাবে হেরেছে স্বাগতিকরা। এরপর বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তাই ২-০ ব্যবধানে তিন ম্যাচের টি-২০ সিরিজটি জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
বাজেভাবে টি-২০ সিরিজ হারের দুঃস্মৃতিকে সাথে নিয়ে ওয়ানডে লড়াই শুরুর অপেক্ষায় ভারত। ওয়ানডে সিরিজে ভালো ফল করে টি-২০তে হারের বদলাটাও নিতে চান তারা। তবে এজন্য নিজেদের কন্ডিশনে খেলার সুবিধাটা ভালোভাবে কাজে লাগানোর কথা বললেন ভারত দলপতি ধোনি। স্পিন উপযোগী পিচ করলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় সহজ হবে বলে মনে করেন ধোনি, ‘নিজেদের কন্ডিশনে খেলার সুবিধাটা ভালোভাবেই কাজে লাগাতে হবে আমাদের। বিশেষভাবে পিচের ক্ষেত্রে। পিচের আর্দ্রতা থাকা অবস্থায় খেলতে আমরাও পছন্দ করি। কিন্তু একই সময়ে নিজেদের কন্ডিশনে খেলার সময় পিচে অনেক বেশি ঘাস আমরা চাই না। বেশি ঘাস থাকলে, স্পিনারদের জন্য অনেক বেশি সমস্যা হয়ে যায়। তাই স্পিন বান্ধব পিচ করলে আমাদের জন্যই সুবিধা হবে।’
টি-২০ সিরিজে খারাপ করলেও, ওয়ানডেতে দল ভালো খেলবে বলে বিশ্বাস করেন ধোনি। ওয়ানডে সিরিজ নিয়ে ধোনি বলেন, ‘ওয়ানডে সিরিজে দল ভালো পারফরমেন্স করবে। তবে ওয়ানডেতে ভালো পারফরমেন্স অনেক কিছুর উপরই নির্ভর করে। ভেন্যুর পিচ ও টসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কানপুরের পরিস্থিতি অনেক ভালো। তবে শিশির বড় ভূমিকা রাখতে পারে। সেপ্টেম্বরের পরে যে কোন ম্যাচেই শিশির ভূমিকা রাখে।’
আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে অনেক বেশি সিরিয়াস ভারত। কারণ সিরিজের প্রথম ম্যাচের একাদশ কি হবে তা ইতোমধ্যে মনে মনে ঠিক করে রেখেছেন ধোনি। একাদশ না বললেও, কিছু খেলোয়াড়ের সুযোগ পাবার বিষয়টি নিশ্চিত করেছেন ধোনি, ‘একাদশে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছি আমরা। এমনকি ব্যাটিং অর্ডারেও পরিবর্তন করতে চাই। আজিঙ্কা রাহানেকে দিয়ে ওপেন করালে, সুরেশ রায়ানকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে দেখা যাবে। এছাড়া অমিত মিশ্র ও স্টুয়ার্ট বিনির একাদশে খেলার সম্ভাবনা অনেক বেশি। তারপরও যা আমাদের জন্য ভালো হবে আমরা তাই করবো।’
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ