শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ১০:০৬:২১

পাকিস্তানের তিন ব্যাটসম্যানকে দুইবার ব্যাটিংয়ের সুযোগ দিল ইংল্যান্ড

পাকিস্তানের তিন ব্যাটসম্যানকে দুইবার ব্যাটিংয়ের সুযোগ দিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট খেলায় এবার সত্যি সত্যি অবাক হওয়ার মতো ঘটনা ঘটেছে। পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে দুইবার ব্যাটিংয়ের সুযোগ দিয়েছে ইংল্যান্ড দলের অধিনায়ক অ্যালিস্টার কুক! অবশ্য এটা ঘটেছে ইংল্যান্ড এবং পাকিস্তান 'এ' দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচে।

প্রস্তুতি ম্যাচে সাধারণত ১১ জন খেলোয়াড়ের পরিবর্তে প্রায় সব দলই পুরো টিমকেই খেলার সুযোগ দেন। সেক্ষেত্রে ১৪/১৫ জন খেলোয়াড় খেললেও ব্যাটিং করে থাকেন ১১ জনই। কিন্তু এই প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের তিন জন ব্যাটসম্যানকে দুইবার করে ব্যাটিং করার সুযোগ দিয়েছেন কুক। এই তিনজন খেলোয়াড় হলেন খুররাম মানজুর, আলি আসাদ এবং উসমান সালাউদ্দিন।

প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯২ রান করে পাকিস্তান ‘এ’ দল। ইংল্যান্ড একাদশের হয়ে স্টিভেন ফিন ৪টি উইকেট, আদিল রশিদ ৩টি, সামিত প্যাটেল ২টি, লিয়াম প্লাঙ্কেট ২টি এবং মঈন আলী নেন ১টি উইকেট। পাকিস্তান ৯ উইকেট হারালেও ইংল্যান্ড ঠিকই ১২ উইকেট তুলে নিয়েছে।

প্রস্তুতি ম্যাচ বলেই এটা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক  ক্রিকইনফোর স্কোরকার্ডে এমনটাই দেখানো হয়েছে। আর পাকিস্তান ৯ উইকেট হারালেও ইংল্যান্ড কিভাবে ১২ উইকেট পেলো তাও ক্রিকইনফোর নিচে লিখে দেয়া হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আরব আমিরাতে অবস্থান করছে ইংল্যান্ড। তবে এর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নেমেছে তারা। আগামী মঙ্গলবার থেকে আবুধাবিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে