স্পোর্টস ডেস্ক: পাকিস্তান এবং ভারতের বিপক্ষে পর পর সিরিজ পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে চাওয়া এ্যাঞ্জেলো ম্যাথুজের নেতৃত্বাধীন লংকা দল থেকে বাদ পড়েছেন উপুল থারাঙ্গা এবং জেহান মুবারাক। তাই তো নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের শ্রীলংকা দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ বাঁ-হাতি স্পিনার মিলিন্দা সিরিবর্দেনে এবং ২০ বছর বয়সী কুসল মেন্ডিজ। গলেতে ১৪ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে।
গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলংকা দলকে নেতৃত্ব দেয়া কুসল মেন্ডিজ আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পাবেন মনে করছেন সাবেক ক্রিকেটাররা। টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন গত জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া ২৯ বছর বয়সী সিরিবর্দেনেও।
দুসরা বোলিংয়ে নিষিদ্ধ থাকা অফ স্পিনার থারিন্ডু কৌশল ছাড়াও দলে জায়গা পেয়েছেন অপর দুই স্পিনার রঙ্গনা হেরাথ এবং দিলরুয়ান পেরেরো। দলের পেস বিভাগের নেতৃত্ব দেবেন ধাম্মিকা প্রসাদ। এচাড়াও রয়েছেন সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ এবং উঠতি দুশমন্ত চামিরা।
শ্রীলঙ্কা দল: এ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), কৌশল সিলভা, দিমুথ করুনারতে, দিনেশ চান্ডিমাল, কুসল জেনিথ পেরেরা, মিলিন্দা সিরবর্দেনে, কুসল মেন্ডিজ, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, পিএইচ টি কৌশল, ধাম্মিকা প্রাসাদ, নুয়ান প্রদীপ, সুরঙ্গ লাকমাল, দুশমন্ত চামিরা।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ