শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ১০:৩৩:৫৩

ভারতকে নিয়ে সতর্ক ডুমিনি

ভারতকে নিয়ে সতর্ক ডুমিনি

স্পোর্টস ডেস্ক: টুয়েন্টি টুয়েন্টি হারলেও, ওয়ানডে সিরিজে ভারত ঘুঁড়ে দাঁড়াবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটসম্যান জেপি ডুমিনি। টি-২০ এবং ওয়ানডে ভিন্ন ধরনের ফরম্যাট। তাই ওয়ানডে সিরিজে ভারতকে নিয়ে বেশ সতর্ক ডুমিনি, ‘টি-২০ সিরিজ হারলেও, ওয়ানডেতে ভালো খেলবে ভারত। ওয়ানডে সিরিজেই অন্য ভারতকে দেখা যাবে।’

রোহিত শর্মার সেঞ্চুরিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২ শতাধিক রানের টার্গেট দেয় ভারত। এরপর ১০.৩ ওভারে ৭৭ রানের মধ্যে প্রোটিয়াদের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলো টিম ইন্ডিয়া। কিন্তু ভারতের সেই স্বপ্ন একাই ভেঙ্গে চুরমার করে দেন দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটসম্যান ডুমিনি।
চার নম্বরে ব্যাটিং-এ নেমে ৭টি ছক্কা ও ১টি চারের সহায়তায় ৩৪ বলে ৬৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ডুমিনি। তাতেই ২ বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। আর পরের টি-২০ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে সফরকারীরা।

২-০ ব্যবধানে সিরিজ হারলেও, আসন্ন সিরিজে ভারতকে নিয়ে বেশ সর্তক ডুমিনি। ওয়ানডে সিরিজে অন্য ভারতকে দেখা যাবে বলে মনে করেন ডুমিনি, ‘টি-২০ সিরিজে ভালো খেলেছে ভারত। তারপরও সিরিজ হেরেছে তারা। তবে ওয়ানডে সিরিজে অন্য ভারতকে দেখা যাবে। সীমিত ওভারের ম্যাচে অনেক বেশি শক্তিশালী তারা। বিশেষভাবে নিজেদের কন্ডিশনে। তবে আমাদেরও সর্তক থাকতে হবে। সিরিজ জয়ের জন্য সবটুকু উজার করে দিবে ভারত।’

ওয়ানডের আগে টি-২০ সিরিজ জয় দলের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন ডুমিনি। তিনি বলেন, ‘দারুণভাবে টি-২০ সিরিজ জিতেছি আমরা। ওয়ানডে সিরিজে ভালো খেলতে এটি দারুণ কাজে দিবে। টি-২০ সিরিজে ভালো খেলার পারফরমেন্স ধরে রাখতে পারলে ওয়ানডে জয়ও অসম্ভব কিছু না।’
কানুপরে আগামী ১১ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তাই এখন ওয়ানডে সিরিজ নিয়ে চিন্তাতা অনেক বেশি দলের বলে জানালেন ডুমিনি, ‘আমরা কানপুরের প্রথম ওয়ানডের দিকেই তাকিয়ে আছি। আমাদের শুরুটা ভালো হওয়া দরকার। তবে সিরিজের বাকী ম্যাচে ভালো খেলতে সহায়তা করবে। আমাদের ওয়ানডে দলটি অনেক বেশি শক্তিশালী। আমাদের যা সামর্থ্য আছে তা কাজে লাগাতে পারলে, ওয়ানডে সিরিজেও ভালো ফল অর্জন করা সম্ভব।’ বাসস
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে