স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার অযুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম তাদের নির্ধারিত ঢাকা সফর বাতিল করলে এ নিয়ে বাংলাদেশ বিপাকে পড়লেও, শেষপর্যন্ত গুছিয়ে উঠছে দেশটির ক্রিকেট বোর্ড। একদিন আগেও বলা হচ্ছিলো, নভেম্বরে বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে(বিসিবি) কান পাতলেই শোনা যাচ্ছে ত্রিদেশীয় সিরিজের কথা। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় এমনটাই ইঙ্গিত দিলেন। নভেম্বর থেকেই অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসর। তার আগেই অনুষ্ঠিত হবে এই সিরিজ। তবে সবকিছুই মাথায় রাখছে বোর্ড।
দুর্জয় বললেন, ‘আসন্ন আইসিসি সভায় এসব নিয়ে আলোচনা করবেন বোর্ড প্রেসিডেন্ট। তবে বিপিএলকে কোনরকম ডিস্টার্ব না করেই সবকিছু করার চেষ্টা করবো আমরা।’
ত্রিদেশীয় সিরিজ প্রসঙ্গে দুর্জয় বলেন, ‘জিম্বাবুয়ে যদি টেস্ট খেলতে না চায়, সেক্ষেত্রে আমাদের হাতে নতুন পরিকল্পনা রয়েছে। আমরা টেস্ট না খেলে ওয়েস্ট ইন্ডিজকে এনে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবো। দেশের ক্রিকেটকে এভাবে আমাদেরকে এগিয়ে নিতে হবে।’
মূলত, জানুয়ারি মাসে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে সফর করার কথা ছিলো জিম্বাবুয়ে দলের। নভেম্বরে টেস্ট হলে, বাকিগুলো অনুষ্ঠিত হবে জানুয়ারিতেই।
অন্যদিকে, গত মে’তে বাংলাদেশে সফর করতে চেয়েছিলো ক্যারিবীয়রা। তবে তাদেড় প্রস্তাবিত চারটি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ চূড়ান্ত করেনি বিসিবি। প্রিয় নিউজ।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ