স্পোর্টস ডেস্ক : আইপিএল নিয়ে বিতর্কের শেষ নেই৷ দুর্নীতি, স্পট ফিক্সিংয়ের ঘটনা যেভাবে এই টুর্নামেন্টকে ঘিরে হয়েছে, তাতে কলঙ্কের ছিটে লেগেছে৷ তাই আর আইপিএলের স্পনসর থাকতে চাইছে না ‘পেপসি’। খবর, বিসিসিআই–কে নাকি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, আর স্পনসর হিসেবে থাকার ইচ্ছে নেই৷ চুক্তি ভেঙে দিতে আগ্রহী৷চুক্তি শেষ হওয়ার আগেই এই ভাবে পেপসি’র চলে যাওয়া আইপিএলের বড় ধাক্কা মনে করছে অনেকে।
২০১২ সালের আইপিএলের মূল স্পনসর হিসেবে পাঁচ বছরের জন্য ৩৯৬ কোটি টাকার চুক্তি করেছিল কোম্পানি৷ সেই মেয়াদ ২০১৭ পর্যন্ত রয়েছে৷ ওই সূত্রের দাবি, গত বছরও স্পনসরের দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছিল পেপসি৷ কিন্তু, সেবার বিসিসি আই–এর কর্তারা বুঝিয়ে রাজি করান৷ তবে এবার নাকি কোম্পানি তাদের সিদ্ধান্তে অটল৷ বিশেষ করে লোধা কমিটি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে নির্বাসিত করায় পেপসি আরও কড়া মনোভাব দেখাবে ঠিক করেছে৷
আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন, ‘আমরা অন্য স্পনসরদের সঙ্গে কথা বলতে শুরু করেছি। ফলে পেপসির ইস্যুটা এমন কিছু ব্যাপার নয়। ওদের কিছু বক্তব্য আছে। পরের মিটিংয়ে আমরা সেগুলো মেটানোর চেষ্টা করব। স্পনসর হিসেবে ওদের সঙ্গে আমাদের যথেষ্ট ভাল সম্পর্ক ছিল। সেই সম্পর্ক আমরা নষ্ট হতে দিতে চাই না। যাই হোক না কেন, স্বচ্ছ, পরিচ্ছন্ন ভাবেই হবে।’
১০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি