স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছেন একটিমাত্র ম্যাচ। খুব একটা দাগ কাটতে পারেনি তার পারফরমেন্স। তবে, টি-২০ নয়, তার পছন্দের ফরম্যাট টেস্ট ক্রিকেটই, জানিয়ে দিলেন হরভজন সিংহ।
বর্তমান প্রজন্ম টেস্ট থেকে ক্রমশ সরে যাচ্ছে। ঝুঁকছে সীমিত ওভারের ক্রিকেটে। এটা আদৌ ভাল ইঙ্গিত নয়। কেননা, টেস্ট ক্রিকেটই একজন পূর্ণ ক্রিকেটারকে তৈরি করতে পারে, কলকাতায় নিজের অ্যাকাডেমির উদ্বোধনে এসে বললেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে যে ভাল কিছু একটা করে দেখাতে চান, তা বারবার জানান ভাজ্জি দ্য টার্বুনেটর।
ঘরের মাটে প্রোটিয়াদের কাছে ভারতের টি-২০ সিরিজ হারে রীতিমত হতাশ ভাজ্জি। তবে, তার দৃঢ় বিশ্বাস, একদিনের সিরিজে ঘুরে দাঁড়াবেই টিম ইন্ডিয়া।
১০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি