স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় তারকার এমন অসুস্থতার ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তার ভক্ত সর্মথক এবং পরিবারবর্গ।
তবে আশার দিক হলো বেশিদিন হাসপাতালের বিছানায় থাকতে হচ্ছে না তাদের প্রিয় মাশরাফিকে।
শুক্রবার মাশরাফির রিপোর্ট দেখার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চেীধুরী জানান, ‘দিন সাতেকের মধ্যে মাশরাফি সুস্থ্য হয়ে উঠবেন।’
উল্লেখ্য, গত (বৃহস্পতিবার) সকাল থেকেই জ্বরে আক্রান্ত হন মাশরাফি। অবস্থা ক্রমশই খারাপের দিকে যেতে থাকলে গভীর রাতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। পরে রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে।
১০ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু