বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬, ০১:১৮:৫৬

মাশরাফিকে নিয়ে সিনেমা হোক

মাশরাফিকে নিয়ে সিনেমা হোক

ইবনুল করিম রূপেন: বাংলাদেশের চলচ্চিত্রে বায়োগ্রাফি ঘরানার উল্লেখযোগ্য কোনো সিনেমা হয়েছে বলে আমার মনে পড়ে না। দুই-একটা যা মনে পড়ছে সেগুলোর মেকিং, সেট, সাউন্ড এবং অভিনয় দেখে বারবার হতাশ হয়েছি। ড্রামা, কমেডি কিংবা রোমান্সের চাইতে আইকনিক কোনো ব্যক্তির ব্যক্তিত্ব পর্দায় ফুটিয়ে তোলা বেশি কঠিন।

আমাদের চলচ্চিত্রের বাজেট, কারিগরি মান, কিংবা বিশ্বমানের পরিচালক – সবকিছুরই তো অভাব। ফারুকীর ‘টেলিভিশন’ কিংবা অমিতাভ রেজার ‘আয়নাবাজি’র মতো কিছু ছবি স্বপ্ন দেখায় মাঝেমধ্যে।

মাশরাফি বিন মুর্তজা-কে নিয়ে কেউ কি একটা মুভি বানাবে? মাশরাফির বড় হওয়া, ক্রিকেটার হয়ে ওঠা, দেশ-সেরা পেসার হয়ে ওঠা, সাতবার সার্জনের ছুরির নিচে শুয়ে পড়া এবং সর্বোপরি ১৬ কোটি মানুষের ‘অধিনায়ক’ হয়ে ওঠা – পর্দায় ফুটিয়ে তুলতে পারবে কি কেউ?

বাংলাদেশ টি-টোয়েন্টি খেলতেই পারে না। এরা নাকি যার তার কাছে হারে। সেই দল নিয়ে মাশরাফি এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল খেললো। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে একেবারে ভাঙাচোরা এবং ইনজুরিতে জর্জরিত একটা দল নিয়ে মাশরাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রফি জিতলো, বছরের পর বছর ওয়ানডে র‍্যাংকিং-এর তলানিতে পড়ে থাকা

দলটা কেমন করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেললো আর তারপর টানা সিরিজগুলোতে অদম্য হয়ে উঠলো – কোনো পরিচালক, কোনো অভিনেতা কি আমাদের এই শিহরণ পর্দায় তুলে ধরতে পারবেন? একেকটা মহাকাব্যিক সাক্ষাৎকারে দেশপ্রেমের গভীর বোধ ফুটিয়ে তোলা মাশরাফি চরিত্রে অভিনয়ের কেউ কি আছেন?

এইতো সেদিন, আফগানিস্তানের বিপক্ষে বল করার জন্য দৌড় শুরু করলেন মাশরাফি। বল ডেলিভারি করার আগ মুহুর্তে পড়ে গেলেন পিচের উপর। মিরপুরের হাজার হাজার দর্শকের পিন-পতন নীরবতা। টিভির সামনে কোটি মানুষের উদ্বেগ। একটু পর মাশরাফি উঠে দাঁড়ালেন, যেন পুরো বাংলাদেশ উঠে দাঁড়ালো!

হল-ভর্তি দর্শক উল্লাসে ফেটে পড়বেন আর চোখের জল মুছবেন! সম্ভব? কে আছেন এমন একজন সাহসী পরিচালক? অমিতাভ রেজা? নাকি ফারুকী?

ভারতে সম্প্রতি এমন ক্রিকেটীয় বায়োপিকের যুগ চলছে। আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি কিংবা ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে নিয়ে সিনেমা হচ্ছে। আমাদের দেশে কেন হবে না?

আমি তো আগ বাড়িয়ে মাশরাফির জীবন নিয়ে সিনেমার নামও ভেবে ফেলেছি – ‘অধিনায়ক!-খেলাধুলা

১৭ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে