শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ১১:২৫:৪০

‘বাংলাদেশ সফরে আসলে হারতো অস্ট্রেলিয়া’

‘বাংলাদেশ সফরে আসলে হারতো অস্ট্রেলিয়া’

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম বাংলাদেশ সফর আসেনি। তাদের সফর স্থগিতের বিষয়টিকে ক্রিকেট বোদ্ধাদের অনেকে ঠুনকো অজুহাত হিসেবে দেখেছিলেন। ক্রিকেট বিশ্বের অনেকে পক্ষে-বিপক্ষে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া-বাংলাদেশের স্থগিত সিরিজটি নিয়ে।

অস্ট্রেলিয়ার না আসার বিষয়টি নিযে তবে এবার মন্তব্য করে বসলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডিস জোন্স।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডে লেখা নিজের কলামে বাংলাদেশ সফর নিয়ে মুশফিকদের হয়েই যেন মুখ খুললেন তিনি। বললেন, ‘বাংলাদেশের নিরাপত্তা কেবলই অজুহাত, মূলত হারের ভয় রয়েছে অস্ট্রেলিয়ার। এই সফর স্থগিত হওয়ায় বিব্রত হওয়া থেকে নিজেদেরকে বাঁচালো অস্ট্রেলিয়া। আমি বিশ্বাস করি, সফরটি হলে অস্ট্রেলিয়াকে হারাতো বাংলাদেশ। কারণ, তারা এখন দুর্দান্ত ফর্মে রয়েছে।’

বাংলাদেশের সাথে টিম অস্ট্রেলিয়া হারার কারণটির ব্যাখাও দিয়েছেন জোন্স। তার মতে অস্ট্রেলিয়ান শিবিরে একাধিক ক্রিকেটার ইনজুরির মধ্যে রয়েছে এবং দলের বেশ কিছু ব্যাটসম্যানের অবসরে থাকার ফলে তাদের বর্তমান লাইনআপ খুবই দুর্বল বলে মনে করেন তিনি।

এছাড়া অজিদের বোলিং লাইনআপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে