স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শেষের দিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। নভেম্বরে বিপিএল আসর বসছে। নভেম্বরে অন্য ২ টি দেশের সাথে ত্রিদেশীয় সিরিজে মেতে উঠবে মাশরাফি বাহিনী।
হঠাৎ করেই খবর এল ঢাকায় ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান দুর্জয় এমন তথ্য জানিয়েছেন।
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজের দিকে। পাকিস্তান-জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা হয়নি।
এবার ঢাকায় বসতে পারে ত্রিদেশীয় সিরিজ। দুর্জয় জানান, বিপিএল সিডিউলে যাতে কোনো সমস্যা না হয় সে দিকে খেয়াল রেখে সময়সূচি নির্ধারণ করা হবে।
নভেম্বরে দুটি টেস্ট খেলতে আসার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু দুটি টেস্টে কিছুটা অনীহার কথা জানালে ভিন্ন অপশনের চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়টি পরিস্কার করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের ডাক দেবেন।
১০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর