স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে তামিম ইকবালের ব্যাটে ঝড়। তামিম ইকবাল যোগ্য সঙ্গী হিসাবে পান জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান ও তার আপন বড় ভাই নাফিস ইকবালকে।
দুই ভাই যখন জোড়া নায়ক তখন অবাক হয়ে যান প্রতিপক্ষও। তৃতীয় পর্বের জাতীয় লিগে দুইজনেই ওপেনার হিসাবে মাঠে নামেন বরিশাল বিভাগের বিপক্ষে।
বরিশাল বিভাগ এর আগে সিলেট বিভাগের বিরুদ্ধে অসাধারন খেলে। কিন্তু এবার মাঠের চিত্র ভিন্ন। ২ উইকেট হারিয়ে চট্টগ্রামের রান যখন ২১৭ তখন তামিম অপরাজিত ৯০ রানে।
তার বড় ভাই নাফিস ইকবাল টেস্ট গড়নের ম্যাচে খেলেন ওয়ানডে স্টাইলে। ৫৮ বলে ৫৬ রান করে সোহাগের বলে ক্যাস আউট হন তিনি।
এর আগে ছিল দুই ভাইয়ের ঝলক। দলীয় ৯৮ রানে বিদায় নেন নাফিস। পরে ১১৭ রানে দ্বিতীয় উইকেট হারায় চট্টগ্রাম বিভাগ। বরিশালের অধিনায়ক শাহরিয়ার নাফিস ৮ জনকে বোলিংয়ে নামান এদিন।
প্রসঙ্গত, বরিশালের হয়ে এর আগে ডাবল সেঞ্চুরি করা মোসাদ্দেক হোসেন এবার নেই তাদের একাদশে। আর ধরে নেয়া যায় এবার বেশ বিপাকে পড়তে হবে বরিশাল বিভাগকে।
১০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর