স্পোর্টস ডেস্ক: কটক এবং ইডেনের মাটিতে সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে স্বাগতিক ভারতকে। কটকের স্টেডিয়ামে বোতল আর জুতা বৃষ্টি যেমনটি ইমেজ নষ্ট করেছ ভারতের ভ্যানুকে ঠিক তেমনি ধোনি নেতৃত্বাধীন টি-টোয়ান্টি হারটাও সমভাবে সমালোচিত করছে তাদের।
ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-০ হারার পরে টিম ইন্ডিয়ার প্রাক্তন ফাস্টবোলার অজিত আগরকর সমালোচনায় মাতলেন ধোনির৷ তার মতে, ‘বর্তমানে ধোনি দলের জন্য বোঝা স্বরুপ।’
ধোনির সমালোচনা করে আগরকর বলেন,‘ ধোনি সবসময় বলে ফাস্টবোলার হওয়ার দরকার নেই, ভালো বোলার হলেই চলবে৷ কিন্তু ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ফাস্টবোলাররাই ম্যাচের রঙ পাল্টে দিতে পারে৷ ধোনির এই প্র্যাকটিকাল থিওরি এখন আর দলের কাজে আসে না৷ নির্বাচকদের এবার ধোনিকে নিয়েও ভাবা উচিৎ৷ ও উমেশ যাদবের মতো একটা ধারাবাহিক বোলার কে ব্যবহার করলো না এই ফর্ম্যাটে৷ অথচ উমেশ সবসময় লাইন আর লেন্থেই বল করে যায়৷’
ধোনির ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেন তিনি। বলেন, ‘ধোনি কেনই বা তার স্থানে রাহানাকে সুযোগ করে দিচ্ছে না?’
তার মতে, বিরাট কোহলির নেতৃত্বে ভারত এগিয়ে যাচ্ছে।
১০ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু