শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ০৪:২৩:৪৩

ক্রিকেটের কাণ্ডারি মেন্ডিস আর নেই, কাঁদছে শ্রীলঙ্কা

ক্রিকেটের কাণ্ডারি মেন্ডিস আর নেই, কাঁদছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন শ্রীলঙ্কার ক্রিকেটের সাথে লেগেছিলেন লিওনেল মেন্ডিস। তিনি আর বেঁচে নেই। এর মাধ্যমে চলে গেলেন ক্রিকেটের আর একটি নক্ষত্র। ওয়েস্ট ইন্ডিজের সাথে শ্রীলঙ্কা ট্যুর মাচে দারুণ খেলছে। নিজ দলের সাফল্য আর দেখা হবে না তার। নিজেও ফিরে যাবেন না দলকে পরামর্শ দিতে।

শুক্রবার কলম্বোর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে লঙ্কান কোচিং গুরু লিওনেল মেন্ডিসের বয়স হয়েছিল ৮০ বছর।

শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী কোচ অর্জুনা রানাতুঙ্গা ও মাহেলা জয়বর্ধনেরও কোচ ছিলেন তিনি। মেন্ডিসের মৃত্যুতে শোকে কাতর হয়ে টুইট করেছেন এই দুই সাবেক ক্রিকেটার। জয়বর্ধন শোক প্রকাশ করে লিখেছেন, Sad to hear my first coach Mr. Lionel Mendis passed away last night. He was the best teacher I had. May you attain Nirvana sir.

শ্রীলঙ্কার ক্রিকেটের অসাধারণ উন্নতির জন্য ২০০৯ সালে আইসিসি তাকে সন্মাননা দিয়েছিল। শ্রীলঙ্কার কোচিং পিতা হিসাবে সমাদৃত হন তিনি।

মৃত্যুর আগে তিনি গলার ক্যান্সারে ভুগছিলেন। মেন্ডিসের মৃত্যুতে কাঁদছে গোটা শ্রীলঙ্কা।
১০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে