শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ০৬:১৭:৫৭

হাসপাতালে কেমন আছেন টাইগার মাশরাফি?

হাসপাতালে কেমন আছেন টাইগার মাশরাফি?

স্পোর্টস ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হযে বৃহস্প্রতিবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপর তার শারীরিক অবস্থা জানতে বেশ কিছু পরীক্ষা নিরিক্ষা করা হয়। সবশেষে পরিক্ষা অনুযায়ী, মাশরাফির রক্তে আগের তুলনায় প্লেটলেট বেড়েছে বলে জানিয়েছেন  বিসিবির চিকি?সক দেবাশীষ চৌধুরী।   


দেবাশীষ চৌধুরী বলেন, মাশরাফির শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে। তবে মাশরাফির জ্বর ও মাথা ব্যথা আছে। আর এই ধারা অব্যাহত থাকলে, আগামী ৭ দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে মাশরাফি বাসায় ফিরতে পারবেন বলেও জানান বিসিবি'র চিকিৎসক। যদিও এখনো মাশরাফির জ্বর ও মাথা ব্যথা আছে।

আজ থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের ৩য় রাউন্ডের ম্যাচ দিয়ে দীর্ঘ দেড় বছর পর, ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সনে ফেরার কথা ছিল জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
১০ অক্টেবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে