স্পোর্টস ডেস্ক: প্রত্যাশা আর প্রাপ্তি না মিললে মানসিকভাবে ভেঙ্গে না পড়ে, বরং প্রত্যাশা পূরণে উদ্বুদ্ধ হলে লক্ষ্য পূরণ হয় --নিজ অভিজ্ঞতায় এমনটাই মন্তব্য করেছেন টাইগারদের তরুণ পেসার তাসকিন আহমেদ।আর আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই বেশ কয়েকবার ইনজুরিতে পড়ার পরেও, নিজেকে হতাশায় না ভাসিয়ে প্রতিবার নিজেকে মানসিকভাবে ঠিক রেখে, আবারও ফিট হয়ে জাতীয় দলে ফেরার পেছনে পেসার তাসকিন আহমেদের বড় অস্ত্র সর্বদা মনোবল ধরে রাখা।
শত ঝামেলার মাঝেও, হতাশায় মুষড়ে না পড়া। ঠিক তাই। এই যেমন আন্তর্জাতিক ক্রিকেট তাসকিন আহমেদের বসয় সবে মাত্র দেড় বছর। কিন্তু, এই স্বল্প সময়ে পেসারদের অদৃশ্য শক্র ইনজুরির সাথে সখ্য হয়েছে অন্তত ৪ বার। আছেন ইনজুরিতে। তবে, যতবার পড়েছেন ঐ অপয়া ইনজুরির থাবায়। ততবারই ফেরেছেন স্বরূপে। কিশোর বয়স পেরিয়ে ক'মাস হলো যুবক বয়সে পা দেয়া তাসকিন। ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা অবস্থায় নিজের মনোবল কীভাবে ধরে রাখেন?
এ ব্যাপারে তাসকিন বলেন, মানুষের জীবনে সুখ-দুঃখ, আঘাত আসবেই এসব কাটিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে টিকে থাকতে হবে। আমার ছোট ক্যারিয়ারে কয়েকবার ইনজুরিতে পড়েও ফিরে এসেছি। বিশ্বসেরা সব পেস বোলারদের কাছ থেকে দেখে, নতুন অনেক কিছু শিখেছেন। যা ভবিষ্যতে কাজে লাগবে বলেও দাবি করেন ঢাকার ছেলে তাসকিন আহমেদ।
ক্রিকেট সাফল্যে পেতে হলে মানসিক চাঙ্গা থাকা জরুরি। টাইগার এই পেসারের কাছ থেকে জানা গেলে ক্রিকেটে মানসিকভাবে সুস্থ থাকাটা কতো প্রয়োজন। যা আদর্শ বাণী হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য।
১০ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস