শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ১০:০৫:০১

এবারের বিপিএলে কোন দেশের কতজন খেলোয়াড় অংশ নেবেন

এবারের বিপিএলে কোন দেশের কতজন খেলোয়াড় অংশ নেবেন

স্পোর্টস ডেস্ক: আগামী মাসের শেষ সপ্তাহে মাঠে গড়ানোর কথা বিপিএল-এর তৃতীয় আসর। আর ৩১ অক্টোবর খেলোয়াড়দের নিলাম হওয়ার কথা। তবে খেলোয়াড়দের নিলামের তারিখ এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। প্রস্তুত হয়েছে গিয়েছে ক্রিকেটারদের খসড়া তালিকা। খসড়া তালিকা অনুযায়ী এবারের বিপিএলে পাকিস্তানী ক্রিকেটারদের সংখ্যাই বেশি। তবে খসড়া তালিকায় অন্তর্ভূক্ত হচ্ছেন না তারকা ক্রিকেটাররা। খসড়া অনুযায়ী নিজ ব্যবস্থাপনায় ছয় ফ্র্যাঞ্চাইজি তারকা ক্রিকেটারদের চুক্তি করে খেলাতে পারবেন।


বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, বিপিএলের তৃতীয় আসরে পাকিস্তানের মোট ৫২ জন খেলোয়াড় স্থান পাচ্ছেন খসড়া তালিকায়। এরপরেই আছে ইংল্যান্ডের খেলোয়াড়রা। তাদের সংখ্যা ৪১ জন।

এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ৩৬ জন, শ্রীলঙ্কার ২৫ জন, জিম্বাবুয়ের ৫ জন, অস্ট্রেলিয়ার ৪ জন, নিউজিল্যান্ডের ২ জন, দক্ষিণ আফ্রিকার ৪ জন ও অন্যান্য ১৩ বিদেশি ক্রিকেটার স্থান পাচ্ছেন এই খসড়া তালিকায়। এছাড়া স্থানীয় ক্রিকেটার রয়েছেন ১২০ জনের মতো।
১০ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে