রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০১:৫৩:৪৮

ঢাকা থেকে কানপুর, সেই একই দ্বন্দ্ব ভারতীয় শিবিরে

ঢাকা থেকে কানপুর, সেই একই দ্বন্দ্ব ভারতীয় শিবিরে

স্পোর্টস ডেস্ক : ভারতীয় রাজ্য উত্তরপ্রদেশের অদ্ভুত শহর কানপুর। নিজের তালে চলেছে। কোথাও কোনও হেলদোল নেই। মাঠে বাতিস্তম্ভ থাকা সত্ত্বেও দিনে ম‍্যাচ! নৈশালোকে নয়, সাথে বাঁদরের উৎপাত! অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দুপুরে গরম ৩৬ ডিগ্রি! আবার সকালে শিশিরের প্রভাব!

কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়াম ১৫ ফুট জাল দিয়ে ঘেরা! কটকের পুনরাবৃত্তি যেন না হয়। ভারতীয় বোর্ডের প্রভাবশালী অন‍্যতম শীর্ষকর্তা রাজীব শুক্লার জায়গা। যে কেন্দ্রে বেশ কিছু বছর আগে ‘দ‍্য ওয়াল’–এর অভিষেক টেস্ট ক‍্যাপ চুরি হয়ে গিয়েছিল ভারতীয় সাজঘর থেকে!

এমন এক পরিবেশের মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ হেরে প্রথম একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে ধোনির ভারত। নামার আগে সেই এক দ্বন্দ্বে ভোগা। যা ঢাকা থেকে চলছে। কাকে খেলানো হবে ৬ নম্বরে? রাহানেকে কি বসিয়ে রাখা হবে? না,  দলে জায়গা পাবেন?

এই উত্তরগুলো ভারতীয় অধিনায়ক ধোনি সরাসরি না দিয়ে দিলেন খানিকটা ঘুরিয়ে। ‘আমরা ছ’নম্বর জায়গা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আমাদের এমন এক ক্রিকেটার দরকার যে ছ’নম্বরে ব‍্যাটটা করতে পারবে আবার ডেথ ওভারে বোলিংটাও করে দেবে। সেইরকম ক্রিকেটার দরকার।’

তার মানে রাহানের সুযোগ পাওয়া মুশকিল? ধোনির জবাব, ‘আগেও বলেছি রাহানে এমন একজন ব‍্যাটসম‍্যান যে ব‍্যাটিং অর্ডারের শুরুতে ভাল খেলতে পারে। যখন ফিল্ডার নিয়ন্ত্রিত থাকে। আমার মনে হয় এক থেকে তিনের মধ্যে রাহানের সবচেয়ে উপযুক্ত জায়গা। তারপরে নয়।’

কারণ, নিজে মিরপুর থেকে চার নম্বরে ব‍্যাট করা শুরু করেছেন। তিনি চান, অনেক হয়েছে। এবার নিজের জন‍্য রান করতে হবে। যা চান স্বয়ং টিম ডিরেক্টর রবি শাস্ত্রীও।

নানারকম কম্বিনেশন ভারতীয় শিবিরে। বাইশ গজ ঘিরেও নানান ব‍্যাখ‍্যা। কানপুরে সকালে আধঘণ্টা জোরে বোলাররা সাহায‍্য পেলেও সময় যত গড়াবে বল থমকে যাবে। স্লো, লো হবে। স্পিনাররা সুবিধা পাবেন। পিচ ৩০০ রানের নয়। ২৫০–২৭৫ রানই জেতার মশলা মজুত করে দেবে বলছেন কিউরেটার বোর্ডের সেন্ট্রাল জোনের পিচ কমিটির দায়িত্বে থাকা তাপস চ‍্যাটার্জি।

১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে