স্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিংয়ের সাজা ভোগ করে গত মাসে মুক্তি পাওয়া সালমান বাট এবং পেসার মোহাম্মদ আসিফকে প্রথম শ্রেনীর টুর্নামেন্টের জন্য দলে নিয়েছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের একটি বড় দল। তাদের সঙ্গে চুক্তি করার বিষয়টি শনিবার নিশ্চিত করেছে দলটি।
ঘরোয়া ক্রিকেটের সাবেক সাবেক চ্যাম্পিয়ন ওয়াটার এন্ড পাওয়ার ডেভেলবপমেন্ট অথরিটি (ওয়াপদা) জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর দেশের বিভন্ন শহরে শুরু হতে যাওয়া প্রথম শ্রেনীর টুর্নামেন্টে বাট এবং আসিফ তাদের দলে খেলবেন। তাদের সঙ্গে চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াপদা চেয়ারম্যান জাফর মাহমুদ।
বার্তা সংস্থা এএফপিকে মাহমুদ বলেন, ‘বাট এবং আসিফকে পাওয়া যাবে বলে আমাকে জানানো হয়েছে। সুতরাং আমি ক্রীড়া বিভাগকে সামনে এগিয়ে যেতে বলেছি এবং তারা তাদের (দুই খেলোয়াড়) সঙ্গে চুক্তি করেছেন।’ স্পট ফিক্সিংয়ের জন্য পাঁচ বছরের সাজা ভোগ করার পর মুক্তি পেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অধীনে একটি পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছেন বাট এবং আসিফ।
২০১০ সালে ইংল্যান্ডে স্পট ফিক্সিং কান্ড ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ও কারাভোগ করেন বাট, আসিফ এবং আরেক পেসার মোহাম্মদ আমির। এ বছরের জানুয়ারি মাসে আইসিসি দুর্নীতি বিরোধী আইনে কিছুটা শিথিলতা আনার পর ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন আমির। কিন্তু বাট ও আসিফকে সে সুযোগ দেয়া হয়নি।
মাহমুদ বলেন, বিতর্কিত খেলোয়াড়দের দ্বিতীয়বার একটা সুযোগ দেয়ার পক্ষে তিনি। বাট বলেন, ঘরোয়া ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। এএফপিকে তিনি বলেন, ‘আমি এখন কিছু কিছু অনুশীলন করছি এবং প্রথম শ্রেনীর ক্রিকেটে ফিরতে আমি মুখিয়ে আছি।’ পিসিবি গত মাসে জানিয়েছিল তারা চায় বাট এবং আসিফ প্রথমে ক্লাব ক্রিকেট খেলুক তারপর প্রথম শ্রেনীর।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি