রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ১০:১৭:২৮

পেলের ‘পেলে’নামে পরিচিতি হয়ে ওঠার কারণ জানা গেল

পেলের ‘পেলে’নামে পরিচিতি হয়ে ওঠার কারণ জানা গেল

স্পোর্টস ডেস্ক : ছোটবেলায় বোবা ছিলেন পেলে। পেলের বাবা দোন্দিনহো যখন ভাস্কো দে সাও লোরেঙ্কো ক্লাবে খেলতেন, তাঁর টিমের গোলকিপারের ডাকনাম ছিল 'বিলে'৷ বাবা-মা তার নাম রেখেছিলেন দো নাসিমেন্ট।

তাঁর মা ওঝা ডেকে ঝাড়ফুঁক করতে করতে একদিন ছেলেটা হঠাত্‍ চেঁচিয়ে ওঠে 'বিলে' বলে৷ সেই থেকে তার ডাকনাম হয় বিলে৷ গল্পটা বাবার মুখে শুনেছিলেন পেলে৷ বাবার সঙ্গে ভাস্কোর মাঠে প্র্যাক্টিসে যেতেন৷

আর সেখানে গোলের আশপাশে ঘোরার সময় কিপার বল ধরলে বলে উঠতেন, 'গুড ওয়ান, বিলে!' কিন্তু তিন বছর পেলে বিলে উচ্চারণটা ঠিক ভাবে করতে পারতেন না৷ হয়ে যেত 'পিলে'৷

সেই 'পিলে' থেকেই কোনও এক বন্ধু তাঁকে একদিন মজা করে ডেকে ওঠেন 'পেলে' বলে৷ পরে পেলে বলেছেন, 'সেই গোলকিপার এবং ওই বন্ধুর জন্য আমার নাম পেলে৷ আর পেলে নামেই সারা বিশ্ব চেনে আমাকে৷-এই সময়
১১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে