রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ১১:২৬:৪৬

নানা কষ্টের কথা নিয়ে মুখ খুললেন সেই আশরাফুল

  নানা কষ্টের কথা নিয়ে মুখ খুললেন সেই আশরাফুল

স্পোর্টস ডেস্ক : কথা ও সিডিউল চূড়ান্ত থাকলেও বাংলাদেশ সফরে আসেনি টিম অস্ট্রেলিয়া। এ নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিয়ান ও ম্যাচ জয়ের নায়ক প্রবাসে থাকা আশরাফুল। সেই মানুষটি আবারো নানা কষ্টের কথা নিয়ে মুখ খুললেন।

মোহাম্মদ আশরাফুল মুখ খুলে নানা কথা বলেছেন এই প্রসঙ্গে। তিনি এটাকে গভীর ষড়যন্ত্র হিসাবে দেখছেন। অস্ট্রেলিয়া এর মাধ্যমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে অজুহাত তোলার সুযোগ করে দিয়েছেন বলে মনে করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে না আসায়ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আশরাফুল বলেন, ২০১৪ সালে দেশের রাজনৈতিক অবস্থা খারাপ ছিল কিন্তু বিশ্বকাপের আসর বসেছে তখন। এ নিয়ে কোনো অভিযোগ আসেনি। সে হিসাবে এটি একটা কূটচালই বটে।

ভারত প্রসঙ্গেও কথা বলেন আশরাফুল। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যেকার দ্বিতীয় টি-টোয়েন্টি প্রসঙ্গ চলে আসে। খেলোয়ারদের উদ্দেশ্যে করে বোতল ছোড়াছুড়ির ঘটনায় খেলা বন্ধ থাকে অনেকক্ষণ।

কিন্তু সেখানে কোনো অভিযোগ তোলা হয়নি। দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে খেলছে। এখানে প্রশ্ন আশরাফুলের। অস্ট্রেলিয়ার সাথে অন্য কোনো মহল জড়িত থাকতে পারে।

টিম অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিলের মতো উদ্ভুত সমস্যা সমাধানে আইসিসি ও বিসিবির সমন্বিত উদ্যোগ নেয়া দরকার বলে জানান লাল-সবুজের জার্সি গায়ে মাঠে ফের মাঠে নামার অপেক্ষায় থাকা আশরাফুল।
১১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে