রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ১০:০০:০২

ম্যাচশেষে জানা গেল, গেইলকে আটকাতে যে প্ল্যান করেছিলো রংপুর

ম্যাচশেষে জানা গেল, গেইলকে আটকাতে যে প্ল্যান করেছিলো রংপুর

স্পোর্টস ডেস্ক: নিজেকে ক্রিকেটের সবচেয়ে বড় বিনোদনদাতা মনে করেন গেইল। বেশ গর্ব করেই বলেন, লোকে নাকি তার খেলা দেখতেই মাঠে আসেন।

ক্রিকেটের ফেরিওয়ালাও মানেন নিজেকে, যে কিনা দেশে দেশে মানুষকে আনন্দ দিয়ে বেড়ান। কেন এই কথাগুলো বলেন আজ আবার নতুন করে সেটা বুঝল ঢাকার দর্শকরা।

রোববার বিপিএলে সেই ব্যাঠিং দানব ক্রিস গেইলের চার-ছক্কার তাণ্ডবে উড়ে গেল সৌম্য-আফ্রিদির রংপুর রাইডার্স। গেইল তামিরের ব্যাটে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ল চিটাগং ভাইকিংস।

যদিও ম্যাচশেষে চিটাগংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে ২০ রানের আক্ষেপের কথা জানিয়েছেন রংপুর রাইডার্সের পেসার জিয়াউর রহমান।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে জিয়াউর রহমান বললেন, রান কম হওয়ার জন্য বোলাররা ভালো কিছু করতে পারেননি। স্কোর বোর্ডে ১২৪ রানের জায়গায় ১৪৫ রান থাকলে খেলাটা অন্যরকম হতে পারত।

গেইলকে নিয়ে কোন প্ল্যান ছিল কি না এমন প্রশ্নের জবাবে জিয়া বললেন, আমরা গাজী আর নাইমকে রেখেছিলাম। গেইল অফ স্পিন একটু কম ভালো খেলে। তবে নাইমের ইনজুরি আমাদের ভুগিয়েছে।

উল্লেখ্য, এদিন ক্রিজ গেইল রংপুর রাইডার্সের বিপক্ষে ২৬ বল খেলে  চারটি ছক্কা এবং দুইটি চারের সাহায্যে ৪০ রান করেছিলেন।

২৭ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে