স্পোর্টস ডেস্ক: বলতে গেলে রীতিমত লজ্জার সাগরে ভাসছেন ভারত ক্রিকেট দল। কটকের সেই বোতল বৃষ্টি আর ইডেন হারের লজ্জা মাথা নিচু করে দিয়েছে বিরাট-ধোনিদের। এবার নতুন করে স্বাগতিক বোলারকে অপমান করে ছাড়লেন আফ্রিকান দলের অধিনায়ক এ বি ডি বিলিয়ার্স।
বলে রাখা ভালো দক্ষিণ আফ্রিকা দলের এই অধিনায়ক টি-টোয়ান্টির দু’টি ম্যাচেই ওপেনিং ব্যাটিং করেছেন এবং দু’টি ম্যাচেই স্পিনারদের কবলে পড়ে মাঠ ছেড়েছেন। আর তাও ভারতের নাম্বার ওয়ান স্পিনার আশ্বিনের বলে।
তাই প্রসঙ্গত সাংবাদিকরা প্রশ্ন করতেই পারেন। ওয়ানডে নিয়ে তার ভাবনা কি? তিনি ওয়ানডেতে ওপেনিং করবেন কি না এবং চলে এল স্পিনার প্রসঙ্গটিও। সাংবাদিকদের এমন প্রশ্নকে তুচ্ছ-তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়ে বললেন, ‘‘ধুর, ও আমাকে আউট করেছে নাকি? ওই দুটো ম্যাচে দু’বার আমি নিজেই নিজেকে আউট করেছি। কোনো বোলার যদি আপনার টেকনিক্যাল খুঁত বের করে আনতে পারে, তা হলে সেটা চিন্তার বিষয়। এখানে সে সব কিছুই হয়নি। ভুলটা আমার। আমিই বেশি আক্রমণ করতে চাইছিলাম। আর আগের ম্যাচটাই একটু আলসেমি চলে এসেছিল। স্পিনের জন্য শট নিচ্ছিলাম, কিন্তু বলটা সে ভাবে স্পিন করল কোথায়!’’
১১ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু