রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ১২:০৮:২৫

অসুস্থ মাশরাফিকে নিয়ে কোটি কোটি ভক্তের এখন একটাই প্রশ্ন

অসুস্থ মাশরাফিকে নিয়ে কোটি কোটি ভক্তের এখন একটাই প্রশ্ন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের প্রাণখ্যাত অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা অসুস্থ। দীর্ঘ ৫ বছর পরে টেস্ট ক্রিকেটের জার্সি পড়তে যাচ্ছিলেন তিনি। কিন্তু তখনই বিপদ ঘটে মাশরাফির।

অসুস্থ্য থাকা মাশরাফিকে নিয়ে ভক্তদের আগ্রহ তুমুল। হাসপাতালে ভিড়। ইন্টারনেটে ক্রিকেটের বস বস বলে অসংখ্য মানুষের শুভ কামনা। এখন কোটি কোটি ভক্তদের একটাই প্রশ্ন তাকে নিয়ে। আর সেটি হলো বাংলাদেশ ক্রিকেটের প্রাণ মাশরাফি কখন সুস্থ্য হয়ে উঠবেন?  

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়া মাশরাফির রক্তের রিপোর্ট দেখে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আরো অন্তত ৭ দিন হাসপাতালে থাকা লাগতে পারে তার।

মাশরাফির শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল হলেও হালকা জ্বর ও মাথা ব্যথা রয়েছে এখনো।  আগের তুলনায় তার রক্তে প্লেটলেট বেড়েছে। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালোর দিকে যাচ্ছে।

মাশরাফি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার আরোগ্য কামনায় শুক্রবার বিভিন্ন মসজিদে দোয়া করা হয়। মাশরাফির নিজ জেলা নড়াইয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অন্যদিকে তার সতীর্থরাও সামাজিক মাধ্যমসহ নানাভাবে দোয়া কামনা করেন। সবার প্রত্যাশা মাশরাফি হয়তো সুস্থ হয়ে শিগগিরই মাঠে ফিরবেন।
১১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে