সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০১:২৭:৩৬

এশিয়াকাপে এবার বাঘিনীদের বড় জয়

এশিয়াকাপে এবার বাঘিনীদের বড় জয়

স্পোর্টস ডেস্ক : সোমবার এশিয়াকাপে টি-টোয়েন্টি লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ। এর আগের ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। কিন্তু এবার এসেছে বড় জয়। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে বাংলাদেশ মুখোমুখি হয় থাইল্যান্ডের বিপক্ষে।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৮৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এই অল্প পূঁজিতেও বড় জয় আসে বাংলাদেশ দলের। ৩৫ রানে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

৫৩ রানে অল-আউট হয় থাইল্যান্ড। তারা মাঠে টিকে ছিলো ১৮ ওভার ৩ বল পর্যন্ত। বাঘিনীদের মধ্যে পান্না ৪ উইকেট নিতে খরচ করেন ৯ রান। এই পেসারের আগের সেরা ছিল ২/৯। অধিনায়ক রুমানা ৫ রানে নেন ৩ উইকেট। তার আগের সেরা ছিল ২/১৬।

বাংলাদেশ দলের ওপেনার সানজিদা ইসলাম ব্যাটে লড়েছেন দারুণ। ৪৮ বলে একটি চারে ক্যারিয়ার সেরা ৩৮ রান করেন তিনি। এক প্রান্তে নিয়মিত উইকেট পতনের মধ্যে স্কোর বোর্ড সচল রাখার কাজটা করেন তিনিই।

দুই অঙ্কে যেতে পারেননি নিগার সুলতানা, আয়েশা রহমান ও রুমানা। রানের খাতাই খুলতে পারেননি শায়লা শারমীন। ১৫ রান করতে ফারজানা হক খেলেন ৩১ বল।

শেষের দিকে রানের গতি বাড়ান সালমা খাতুন (১০*) ও জাহানারা আলম (৯*)। থাইল্যান্ডের সুলিপরন লাউমি ১৮ রানে নেন ৩ উইকেট।
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে