সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৩:২৩:২৩

ফের বেন স্টোকসকে আইসিসির তিরস্কার

ফের বেন স্টোকসকে আইসিসির তিরস্কার

স্পোর্টস ডেস্ক : বাজে আচরণের জন্য ফের আইসিসির তিরস্কারের মুখে পড়লেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এর আগে বাংলাদেশ সফরেও সাব্বির-তামিমদের সঙ্গে খুবই বাজে আচরণ করেন বেন স্টোকস।

সে সময় তাকে তিরস্কারের পাশাপাশি তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়। এর এক মাসের ব্যবধানে ভারতের মাটিতে ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে আবারো তিরস্কৃত হলেন স্টোকস। গত শনিবার মোহালি টেস্টের প্রথম দিন ব্যক্তিগত ২৯ রানে রবীন্দ্র জাদেজার বল মাঠের বাইরে ফেলার জন্য ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন স্টোকস।

কিন্তু বলের লাইন ও লেন্থ মিস করেন স্টোকস। পার্থিব প্যাটেল স্টাম্প ভেঙে দেন। বলের লাইন ও লেন্থ স্টোকস মিস করার সঙ্গে সঙ্গে জাদেজা এবং তার সঙ্গীরা উদযাপন করতে শুরু করেন। কোহলি মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুড়তে থাকেন।

স্টাম্পিং হওয়ার পর ভারতীয় খেলোয়াড়দের উদযাপনের সময় নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্টোকস। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে উত্ত্যপ্ত বাক্যবিনিময়ের পাশাপাশি মাঠ ছাড়ার সময় অশোভন কথাও বলেন তিনি; যেটি অনফিল্ড আম্পায়ারদের দৃষ্টিগোচর হয়।

আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্টোকস আইসিসির ২.১.৪ আচরণবিধি লংঘন করেছেন। সেই কারণে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেন। স্টোকস তার অসঙ্গত আচরণের কথা মেনে নিয়েছেন।
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে