সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৩:৩২:১৩

এক ইনিংসে ৮ জনে মিলে করলেন ‘০’ রান!

এক ইনিংসে ৮ জনে মিলে করলেন ‘০’ রান!

স্পোর্টস ডেস্ক: এশিয়াকাপ টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের লজ্জা নিলো নেপাল। ব্যাংককে চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে সেটা ছিল সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ঘটনা। কিন্তু দুইদিন বাদে বাংলাদেশের এ লজ্জা ঢাকলো নেপাল। আজ শ্রীলঙ্কার বিপক্ষে তারা অলআউট হলো ১৬.২ ওভারে মাত্র ২৩ রানে।

ওভারপ্রতি তারা রান তোলে ১.৪০। জবাবে মাত্র ৪.৩ ওভারে ২ উইকেট হারিয় জয় তুলে নেয় শ্রীলঙ্কার মেয়েরা। হাতে তখনও বল বাকি ছিল ৯৩টি। মেয়েদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল হাতে রেখে জেতার রেকর্ড এটি। এক্ষেত্রে নিজেদের একটি নেতিবাচক রেকর্ড ঢেকেছে শ্রীলঙ্কা। এর আগে সর্বাধিক ৭১ বল হাতে রেখে জেতার ঘটনা ছিল অস্ট্রেলিয়া নারী দলের।

দুই মস আগে শ্রীলঙ্কাকে এই লজ্জায় ডুবায় তারা। তবে এবার সেই লঙ্কানরা লজ্জায় ডুবালো নেপালকে। এদিন নেপালের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন উদ্বোধনী ব্যাটার জয়তি পান্ডে। আর সিতা মাগার ৪ ও অধিনায়ক বেলবাসি করেন ১ রান। এছাড়া বাকি ৮ ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই ফেরেন।

মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটের এক ইনিংসে এটি সর্বাধিক শূন্য রানে ফেরার ঘটনা। এর আগে শ্রীলঙ্কার, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের নারী দলের এক ইনিংসে সর্বাধিক ৪ জনের শূন্য রানে ফেরার ঘটনা ছিল।
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে