সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৩:৪৩:২৩

লড়াইয়ের মাঠে পা ভাঙলো দানি আলভেজের

লড়াইয়ের মাঠে পা ভাঙলো দানি আলভেজের

স্পোর্টস ডেস্ক: ফুটবলের লড়াইয়ে অংশ নিয়ে কেউ কেউ মৃত্যুর মুখেও পড়েছেন। তবে এবার বড় আঘাতে পা ভেঙ্গে গেলো এক বড় তারকার। পা ভেঙে মাঠ ছাড়লেন জুভেন্টাসের ফুল ব্যাক দানি আলভেজ। ইতালিয়ান সিরি আ’য় চার ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পেলো জুভেন্টাস।

জেনোয়ার কাছে তারা হারলো ৩-১ গোলে। আর এ ম্যাচে ম্যাচের শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগে লুকাস ওকাম্পোসের সঙ্গে মারাত্মক সংঘর্ষ হয় আলভেজের। এতে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয়। ম্যাচের পরে জুভেন্টাস এক বিবৃতিতে জানায় যে, ‘আলভেজের বাঁ পায়ে ফিবুলা হাড্ডিতে চিড় ধরা পড়েছে।’

আলভেজ কতদিন পর মাঠে ফিরতে পারবেন সেটা তারা জানায়নি। ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার চলতি মৌসুমের শুরুতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন। ক্লাবটির সঙ্গে তার দুই বছরের চুক্তি।

চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে একটি গোল করেছেন তিনি। আর সর্বশেষ জেনোয়ার কাছে হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ১৪ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রোমা।

জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের ২৯ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় জেনোয়া। অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনের পুত্র জিওভানি সিমিওনে ম্যাচের তৃতীয় ও ১৩তম মিনিটে জোড়া গোল করেন।

এরপর অ্যালেক্স সান্দ্রোর আত্মঘাতী গোলে জেনোয়া ব্যবধান আরো বাড়ায়। ৩-০ ব্যবধানের হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়ার পথে ছিল সফরকারী জুভেন্টাস। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে তোরিনোর ওল্ড লেডিদের হয়ে একমাত্র গোলটি করেন মিরালেম পিজানিক।
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে