সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৬:৫২:১৬

‘আমি আর ধোনি না থাকলে, সেদিনই বাদ পড়তো বিরাট কোহলি’

‘আমি আর ধোনি না থাকলে, সেদিনই বাদ পড়তো বিরাট কোহলি’

স্পোর্টস ডেস্ক : ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে ধারাভাষ্য দলের সঙ্গে রয়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ। ভারতীয় নির্বাচক দলের এমন এক বিশেষ পদক্ষেপ নিয়ে মুখ আজ মুখ খুললেন, যা হয়তো কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না।

ভারতীয় নির্বাচকরা নাকি বিরাট কোহলিকে বাদ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। কিন্তু, সেইসময় শেওয়াগ এবং মহেন্দ্র সিং ধোনি নির্বাচকদের অনেক বুঝিয়ে রাজি করিয়েছিলেন। তারপর তো বাকিটা আজ ইতিহাস।

ঘটনাটা ২০১২ সালের। পার্থে তৃতীয় টেস্ট খেলার জন্য ভারতীয় দল নির্বাচন করা হচ্ছে। এই টেস্টে নির্বাচকরা কোহলিকে বাদ দিয়ে রোহিত শর্মাকে দলে নিতে চেয়েছিলেন। কিন্তু, ভারতীয় টেস্ট দলের তৎকালীন অধিনায়ক এবং সহ অধিনায়ক একসঙ্গে কোহলির হয়ে সুপারিশ করায় নির্বাচকরা নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছিলেন।

শেওয়াগ বললেন, ‘২০১২ সালে পার্থ টেস্টে বিরাট কোহলিকে বসিয়ে নির্বাচকরা রোহিত শর্মাকে খেলাতে চেয়েছিলেন। আমি তখন দলের সহ অধিনায়ক এবং ধোনি দলকে নেতৃত্ব দিচ্ছে। আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে বিরাটের হয়েই সওয়াল করব। তারপর তো বাকিটা আজ ইতিহাস।’

ওই ম্যাচে ধোনি এবং শেওয়াগের যোগ্য মর্যাদা রেখেছিলেন কোহলি। দুই ইনিংসে যথাক্রমে ৭৫ এবং ৪৪ রান করেছিলেন। তারপরই অ্যাডিলেডে তিনি জীবনের প্রথম শতরান করেন। এরপর কোহলির জয়যাত্রা শুরু হয়। আর আজ তিনি ভারতীয় টেস্ট ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন।

২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে