সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৭:১৭:৫৮

ঘন্টায় ১৪৬ কিমি অথচ রুবেলের বলে নাকি গতি নেই, উইকেট নেবার দক্ষতা নেই?

ঘন্টায় ১৪৬ কিমি অথচ রুবেলের বলে নাকি গতি নেই, উইকেট নেবার দক্ষতা নেই?

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অনেক ম্যাচেই জয়ের নায়ক ছিলেন পেসার রুবেল হোসেন। গত ওয়ানডে বিশ্বকাপে রুবেল যে অগ্নিঝড়া বোলিং করেছেন, সেটা এখনও ভুলতে পারেনি ক্রিকেটবিশ্ব। তার বোলিং গতির দাপটে বিশ্বকাপ মঞ্চে লণ্ডভণ্ড হয়েছিলো পরাশক্তি দেশ ইংল্যান্ড।

তারপর থেকে যদিও রুবেল টাইগার দলে ছিলো নিয়মিত সদস্য। কিন্তু এখন আর রুবেল জাতীয় দলে নিয়মিত নয়। অভিজ্ঞ সেই রুবেলকে প্রায় বাতিলের খাতায় ফেলে দিয়েছেন নির্বাচকরা। কারণ, রুবেলেন নাকি আগের মতো গতি নেই, আগের মতো উইকেট নেবার দক্ষতা নেই দাবি নির্বাচকদের।

আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ২২ জনের প্রাথমিক দলে জায়গা হয়নি রুবেলের। রুবেলের দলে না থাকা প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, বলেন, 'আফগানিস্তান সিরিজে ওর খুব ভালো বল করেনি সে। আগের মতো উইকেট নেবার দক্ষতাটাও কিছুটা কমে গেছে। ফিটনেসে ঘাটতি রয়েছে।'

আর রুবেল সম্পর্কে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, 'রুবেলকে দেখে ছন্দহীন মনে হয়েছে। আর ওর পেসও কিছুটা কমে গেছে।'  

অথচ এবারের বিপিএলে দারুণ বল করে চলেছেন রুবেল হোসেন। আজ সোমবার রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচেও দারুণ গতিতে বল করেছেন রুবেল। প্রথম ওভারে গতি আর সুইংয়ে জুনায়েদ সিদ্দিকীকে পরাজিত করেন এই বোলার।

সেই ওভারে সবগুলি ডেলিভারিই ১৪০ কিমির বেগে করেছেন রুবেল। নিজের দ্বিতীয় ওভারেও গতির ধারা বজায় রাখেন তিনি। এই ওভারের দুটি বল ১৪৬ কিমি বেগে করেন রুবেল। আর আজ তো দরিুণ সুইংও পেয়েছেন জাতীয় দল থেকে ছিটকে পড়া এই তারকা বোলার। এবারের আসরে এখন পর্যন্ত ৮ উইকেট নিয়েছেন রুবেল।
২৮ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে