সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৭:৪৮:০০

হঠাৎ আফ্রিদি-সাব্বিরের খেলা দেখছেন কেন মমতাজ?

হঠাৎ আফ্রিদি-সাব্বিরের খেলা দেখছেন কেন মমতাজ?

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছে সাব্বির রহমানের রাজশাহী কিংস এবং শহীদ আফ্রিদির দল রংপুর রাইডার্স।

আফ্রিদি-সাব্বিরের খেলার এ ম্যাচ দেখতেই মাঠে উপস্থিত হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। আজ সোমবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৭টার দিকে। আর এদিনই প্রথমবারের মতো বিপিএলের খেলা দেখতে হাজির হন সুরসম্রাজ্ঞী মমতাজ বেগম।

যদিও এর আগে বহুবার স্টেডিয়ামে নিজের দেশের খেলা দেখেছেন কিন্তু বিপিএল দেখতে প্রথমবারের স্টেডিয়ামে এলেন দেশের শীর্ষস্থানীয় মমতাজ।

কেন বিপিএলে মাঠে? এমন প্রশ্নের জবাবে মমতাজ  জানালেন তিনি রাজশাহীকে সমর্থন করতে মাঠে এসেছেন। রাজশাহী কিংসকে তিনি সমর্থন করছেন ভিন্ন একটি একটি কারণে। কী কারণ।

মমতাজ হেসে বিপিএলের ধারাভাষ্যকার আমব্রিনকে মমতাজ জানালেন সে কথা। রাজশাহী কিংসের থিম সংটি গেয়েছেন তিনি।  আর এজন্যই রাজশাহীর জন্য একটা আলাদা টান কাজ করছে। সে টানেই মাঠেই ছুটে আসা।
২৮ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে