সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৯:২৫:১৯

বিপিএল ইতিহাসে এই রেকর্ড প্রথমই, যেটা গড়লেন মিরাজ-ফরহাদ

বিপিএল ইতিহাসে এই রেকর্ড প্রথমই, যেটা গড়লেন মিরাজ-ফরহাদ

স্পোর্টস ডেস্ক:আজ শুধু মেহেদী মিরাজের ব্যাট হাসলো, তাই নয়। রানে ফিরলেন ফরহাদ রেজাও। আর দু জনে মিলে রীতিমতো বিপিএল রেকর্ডই করে ফেললেন।

বিপিএলের ইতিহাসে ৮ম উইকেটে সর্বোচ্চ ৮৫* (৬৪) রানের জুটির রেকর্ড এই প্রথমই। যেটা আজ গড়লেন ফরহাদ রেজা এবং মেহেদি হাসান মিরাজ।

৪৩ রানে ৭ উইকেট হারিয়েছিলো রাজশাহী। সেখান থেকে দলের স্কোর ওই ৭ উইকেটেই ১২৮ রানে নিয়ে গেলেন। মিরাজ-ফরহাদ ৮৫ রান যোগ করলেন এই অষ্টম উইকেটে। ফরহাদ ৩২ বলে করলেন অপরাজিত ৪৪ রান। আর মিরাজ ৩৩ বলে ৪১; ৩টি চার ও ১টি ছক্কা।
 

বিপিএলের সেরা জুটি

    জুটি         রান         ব্যাটসম্যান           দল          প্রতিপক্ষ      সাল

    ১ম          ১৯৭*     ভিনসেন্ট-নাফীস       খুলনা      রাজশাহী     ২০১৩

    ২য়           ১৪৫        সামসুর-ইমরুল      রংপুর      সিলেট     ২০১৩

    ৩য়         ১২৪        সাব্বির-নাফীস       বরিশাল      রংপুর     ২০১৫

    ৪র্থ          ১২৩*     স্যামুয়েলস-মাশরাফি   কুমিল্লা    চট্টগ্রাম       ২০১৫

    ৫ম          ৯৫*       স্টিভেন্স-পোলার্ড         ঢাকা       চট্টগ্রাম       ২০১২

    ৬ষ্ঠ         ৮০         মিসাবহ-পেরেরা         রংপুর     চট্টগ্রাম      ২০১৫

    ৭ম           ৭১           গেইল-মাশরাফি        ঢাকা       সিলেট       ২০১৩

    ৮ম         ৮৫*      মিরাজ-ফরহাদ             রাজশাহী     রংপুর     ২০১৬

    ৯ম          ৪৩*       এম্রিট-দত্ত                  বরিশাল     ঢাকা       ২০১৫

    ১০ম       ২২*         অলক-নাজমুল            বরিশাল     সিলেট      ২০১৩
 ২৮ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে