সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ১০:১৮:৩৬

ম্যাচসেরা পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ

ম্যাচসেরা পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ

স্পোর্টস ডেস্ক: অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ব্যাট-বলের বীরত্বে জিততে গেল রাজশাহী কিংস। রংপুর রাইডার্সকে ৪৯ রানে হারিয়ে ম্যাচ জিতে নিল মিরাজরা। ফলে রাজশাহীর টানা চতুর্থ জয়ের বিপরীতে রংপুরের এটি টানা তৃতীয় পরাজয়। ম্যাচসেরার পুরস্কার উঠে মেহেদী মিরাজের হাতে।

ব্যাটিংয়ে এমন জাদু দেখানোর পর ম্যাচটি না জিতলে তা হতো বড় আক্ষেপের কারণ। সেই আক্ষেপ জমতে দিলেন না বোলাররা। রাজশাহীর এই বিজয়ে ব্যাট হাতে ফরহাদ রেজা আর মিরাজের ভূমিকা যেমন, তেমনই বোলার নাজমুল ইসলাম, আবুল হোসেন রাজু আর অলরাউন্ডার মেহেদীর দাপটে মুখ থুবড়ে পড়ল রংপুর।

দলের বিপদের সময় ফরহাদ রেজার সাথে দারুণ পারফর্ম করা তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বল হাতেও জ্বলে উঠলেন। জ্বলে উঠলেন নাজমুল ইসলাম। টসে হেরে ব্যাট করতে নেমে ৪৩ রানে ৭ উইকেট হারানো রাজশাহী শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছিল!

রাজশাহীর দেওয়া এই মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় রংপুর। শিকারী মেহেদী হাসান মিরাজ। তার বলে উইকেট কিপার উমর আকমলের হাতে ক্যাচ দেন ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা সৌম্য সরকার (১)। দলীয় ২৫ রানে আবারও উইকেট পতন।

১১ বলে ১২ রান করে মোহাম্মদ শামির বলে ড্যারেন স্যামির হাতে ধরা পড়েন মোহাম্মদ শেহজাদ। এরপর আবারও মেহেদীর আঘাত। নিজের বলে নিজেই দুর্দান্ত ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন ১ রান করা নাসির জামসেদকে।
২৮ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে